JNU : ধর্না-অনশনে ২০ হাজার, স্লোগান-পোস্টারে জরিমানা ১০ হাজার ! জেএনইউতে পড়ুয়াদের জন্য নতুন 'ফতোয়া'

JNU Circular : কেন্দ্রের শাসকের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে ছাত্র-পরিসরে আন্দোলন-বিক্ষোভের একাধিক ঘটনার সাক্ষী জেএনইউ। ভারতের অন্যতম সেরা এই প্রতিষ্ঠানের পড়ুয়াদের কেন্দ্রের শাসকদের বিরুদ্ধে প্রতিষ্ঠান-বিরোধীতাও নতুন নয়।

Continues below advertisement

নয়াদিল্লি : ধর্না, অনশন থেকে স্লোগান-পোস্টার দেওয়া। জরিমানার তালিকা থেকে বাদ নেই কার্যত কোনও প্রতিবাদের ভাষাই। নয়াদিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (Jawaharlal Nehru University) পড়ুয়াদের জন্য জারি হয়েছে নতুন সার্কুলার। যেখানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পথ রুদ্ধ করে এমন যে কোনও কাজ করলে ছাত্র-ছাত্রীদের মোটা অঙ্কের অর্থ জরিমানা করা হবে বলেই জানানো হয়েছে সার্কুলারে। আর যে বিজ্ঞপ্তি সামনে আসার পরই জেএনইউ কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে পড়ুয়াদের বিভিন্ন সংগঠনের দাবি, সার্কুলার নয় ফতোয়া জারি হয়েছে, যাতে মুক্ত চিন্তার পরিসর সঙ্কুচিত করে দেওয়া যায়।

Continues below advertisement

কেন্দ্রের শাসকের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে ছাত্র-পরিসরে আন্দোলন-বিক্ষোভের একাধিক ঘটনার সাক্ষী জেএনইউ। ভারতের অন্যতম সেরা এই প্রতিষ্ঠানের পড়ুয়াদের কেন্দ্রের শাসকদের বিরুদ্ধে প্রতিষ্ঠান-বিরোধীতাও নতুন নয়। বর্তমান বিজেপি সরকারের সময়ে একাধিক ঘটনার জেরে বারবার শিরোনামে উঠে এসেছিল জেএনইউ ক্যাম্পাস। রাজনৈতিক চাপানউতোরও চলেছিল জোরদার। সাম্প্রতিককালে সেই সমস্ত ঘটনার জের যখন অনেকটা স্থিমিত, তখনই পড়ুয়াদের প্রতিবাদের বিরুদ্ধে কড়া সার্কুলার জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জেএনইউ বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা সার্কুলারে কী বলা হয়েছে ? সেখানে ২৮ টি অভিব্যক্তিকে 'মিসকনডাক্ট' বা অভব্য আচরণের তালিকাভুক্ত করা হয়েছে। শুধু তালিকায় রাখাই নয়, বিভিন্ন রকমের প্রতিবাদের অভিব্যক্তির জন্য বিভিন্ন রকমের জরিমানাও ধার্য করা হয়েছে পড়ুয়াদের জন্য। যেখানে বলা হয়েছে, ধর্না, অনশন থেকে পড়ুয়াদের একসঙ্গে বিক্ষোভ প্রদর্শন যদি পড়াশোনার কাজে ও বিভিন্ন প্রশাসনিক ও ক্লাসে ঢোকার পথ রুদ্ধ করে হয় তাহলে সেক্ষেত্রে সেই প্রতিবাদস্থলে হাজির পড়ুয়াদের ২০ হাজার টাকা জরিমানা করা হবে।

সার্কুলারে আরও জানানো হয়েছে, কোনও ধর্ম-বর্ণ-জাতিকে আঘাত করে এমন বা দেশবিরোধী কোনও ছবি বা পোস্টার যদি ক্যাম্পাসের মধ্যে পড়ুয়ারা সাঁটান বা বিলি করেন, সেক্ষেত্রে তাঁদের পড়তে হবে ১০ হাজার টাকা আর্থিক জরিমানার মুখে। পাশাপাশি বলা হয়েছে আগাম ছাড়পত্র না নিয়ে যদি কোনও পড়ুয়া বা সংস্থা জেএনইউ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনও বিক্ষোভ-প্রতিবাদ প্রদর্শন করেন, তাহলে সেক্ষেত্রে ৬ হাজার টাকা জরিমানা করা হবে। আর কোনও পড়ুয়ার ক্ষেত্রে তাঁদের বিশ্ববিদ্যালয়ে থাকার সময়কালে যদি ৫ বার এমন শাস্তির মুখে পড়তে হয় তাহলে সেক্ষেত্রে তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে !

যে সার্কুলার ঘিরে তীব্র প্রতিবাদ জানিয়েছে জেএনইউয়ের বিভিন্ন পড়ুয়াদের সংগঠন। তাঁদের দাবি, দীর্ঘকালের মুক্তচিন্তার ক্ষেত্রে বলে পরিচিত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে সেই পরিসর শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। এই ধরনের সার্কুলার আসলে ফতোয়া, যা জারি করে আসলে পড়ুয়াদের সত্যের জন্য লড়াইয়ের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। 

আরও পড়ুন- 'রাজ' শেষ শিবরাজের ? মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন যাদব

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

Continues below advertisement
Sponsored Links by Taboola