শান্তিপুর: নদিয়ার শান্তিপুরে রাস্তার ওপর থেকে উদ্ধার হল এক তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ। গতকাল রাত ৮টা থেকে নিখোঁজ ছিলেন তিনি। আজ সকালে শান্তিপুর বড়বাজার এলাকায় রাস্তার ওপর তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার।

মৃতের নাম পরিতোষ বর্মন, বাড়ি শান্তিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। পরিবার জানিয়েছে, একটি হোটেলে কাজ করতেন বছর ঊনচল্লিশের ওই তৃণমূল কর্মী। গতকাল রাত ৮টা নাগাদ তিনি হোটেলে যাওয়ার জন্য বাড়ি থেকে বার হন। তারপর থেকে আর খোঁজ মেলেনি। এদিন সকালে দেখা যায়, শান্তিপুর বড়বাজার এলাকায় রাস্তার তাঁর দেহ পড়ে রয়েছে, দেহে একাধিক আঘাত। ঘটনাস্থল থেকে তাঁর সাইকেল উদ্ধার হলেও, খোঁজ মেলেনি মোবাইল ফোনটির। দুর্ঘটনা নাকি খুন, খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।