নয়াদিল্লি: জরুরি অবস্থার সময় তৎকালীন কংগ্রেস সরকারের কর্মকাণ্ডের কথা মনে করিয়ে দিতে ২৫ জুনকে 'সংবিধান হত্যা দিবস' (Samvidhaan Hatya Diwas) হিসেবে পালনের কথা ঘোষণা করল বিজেপির (BJP) নেতৃত্বাধীন এনডিএ সরকার। শুক্রবার এই বিষয়ে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিটি পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah) প্রতি বছর ওই দিবস পালনের কথা জানিয়েছেন।


নিজের এক্স হ্যান্ডেলে অমিত শাহ লিখেছেন, "১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বৈরাচারী মনোভাব থেকে দেশে জরুরি অবস্থা জারি করে আমাদের গণতন্ত্রের আত্মাকে গলা টিপে খুন করেছিলেন। নিজেদের কোনও দোষ না থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষকে জেলে যেতে হয়েছিল। রুদ্ধ করা হয়েছিল সংবাদমাধ্যমের কণ্ঠ। কেন্দ্রীয় সরকার প্রতি বছর ২৫ জুন তারিখটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। ১৯৭৫ সালে জারি হওয়া জরুরি অবস্থার সময় যে মানুষগুলো অসহনীয় যন্ত্রণা ভোগ করেছেন তাঁদের সম্মান জানাতেই এই দিনটি পালন করা হবে।"



কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "২৫ জুন সংবিধান হত্যা দিবস পালন করার বিষয়টি সংবিধানকে পদদলিত করার কথা মনে করিয়ে দেবে। সেই সময় কী হয়েছিল তার স্মৃতি হিসেবে থাকবে। জরুরি অবস্থার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া প্রতিটি মানুষকে শ্রদ্ধা জানানোর জন্যও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মনে করিয়ে দেবে কংগ্রস কীভাবে ভারতের ইতিহাসে একটা অন্ধকার অধ্যায়ের রচনা করেছিল।"


প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই টুইটের পর বিষয়টিকে নিয়ে তীব্র আক্রমণ করা হয়েছে কংগ্রেসের তরফে। কটাক্ষ করে বলেছে, এই বিষয়টি সংবাদের শিরোনামে আসার জন্য বিজেপির আরও একটা ভণ্ডামি। যেখানে ২০১৪ সাল থেকে বারবার বিরোধীদের কণ্ঠরোধ করে সংবিধান বদলানোর চেষ্টা করা হয়েছে সেখানে বিজেপির মুখে এসব কথা মানায় না। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Arvind Kejriwal: সুপ্রিম কোর্ট থেকে জামিন কেজরিওয়ালের, তবে জেল মুক্তি এখনই নয়..