নয়াদিল্লি: রোগীর রক্তে বিষক্রিয়া শুরু হয়েছে, সেপটিক শকে ভুগছেন, যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রোপচার করতে হবে। অথচ তাঁর গ্রুপের রক্ত মিলছে না। নিজেই রক্ত দিলেন এইমস দিল্লির জুনিয়র ডাক্তার মহম্মদ ফওয়াজ। তারপর হাত লাগালেন অস্ত্রোপচারে।


২৪ বছরের ফওয়াজের কাছে মঙ্গলবার আসেন ওই রোগী ও তাঁর স্ত্রী। ওই ব্যক্তির পায়ে গুরুতর আঘাত ছিল, সংক্রমণ ছড়িয়ে যায় গোটা পায়ে, রক্তে বিষক্রিয়া দেখা দেয়। সার্জারি বিভাগে কর্মরত ফওয়াজ তাঁর দ্রুত অস্ত্রোপচার করতে চান। কিন্তু রোগীর আত্মীয়রা রক্ত নিয়ে হাসপাতালে পৌঁছতে পারেননি। তাঁর স্ত্রীও রক্ত দেওয়ার অবস্থায় ছিলেন না। ওই জুনিয়র ডাক্তার ঠিক করেন, নিজেই রক্ত দেবেন তিনি। পরে তিনি জানান, একজন চিকিৎসক হিসেবে তাঁর কর্তব্য তিনি পালন করেছেন। করোনার জেরে রক্ত এখন পাওয়া যাচ্ছে না, অথচ ওই রোগীর রক্তের দরকার ছিল। তাই তিনি নিজেই রক্ত দেন, বাকিটা জোগাড় করেন হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে।

রক্ত দিয়েই অবশ্য কর্তব্য শেষ হয়নি ফওয়াজের। তারপর ওই রোগীর অস্ত্রোপচারেও যোগ দেন তিনি।