উত্তর ২৪ পরগনা: বন্ধ হয়ে গেল উত্তর ২৪ পরগনার টিটাগড়ের এম্পায়ার জুট মিল। আজ সকালে কর্তৃপক্ষ মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয়। এর ফলে প্রায় ২ হাজার শ্রমিক কর্মচ্যুত হয়ে পড়লেন।
এর প্রতিবাদে আজ সকালে শ্রমিকরা বিটি রোড ঘণ্টাখানেকের জন্য অবরোধ করেন। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। শ্রমিক বিক্ষোভকেই মিল বন্ধের জন্য দায়ী করেছে মালিক পক্ষ। শ্রমিকদের পাল্টা দাবি, ঠিকাদারদের দিয়ে মিলের কাজ চালানো হচ্ছিল। তার প্রতিবাদ করেছিলেন তাঁরা।
ওদিকে হুগলির ওয়েলিংটন জুট মিলে আজ কাজ বন্ধ করে প্রতিবাদ আন্দোলন শুরু করেছেন শ্রমিকরা। তাঁদের দাবি, এক মৃত কর্মীর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন ইউনিয়নের প্রতিনিধিরা। এরপর গতকাল এক ইউনিয়ন নেতাকে মিল থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে আজ কাজে যোগ দেননি শ্রমিকরা। সূত্রের খবর, মালিকপক্ষ পাল্টা হুঁশিয়ারি দিছে, শ্রমিকরা কাজে যোগ না দিলে মিল বন্ধ করে দেওয়া হবে। এই নিয়ে যাতে গন্ডগোল না হয় তার জন্য ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ।
টিটাগড়ে বন্ধ হল এম্পায়ার জুট মিল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Dec 2020 08:40 AM (IST)
শ্রমিক বিক্ষোভকেই মিল বন্ধের জন্য দায়ী করেছে মালিক পক্ষ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -