ইনদওর: নতুন বছরে যেখানে উৎসব গোটা দেশে, তখনই মর্মান্তিক ছবি মধ্য প্রদেশের ইনদওরে। পানীয় জলে দূষণের কারণে মৃত্যুমিছিল শহরে। অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। অসুস্থ হাজারেরও বেশি মানুষ। হাসপাতালে ভর্তি অন্তত ২০১ জন। কাঠগড়ায় তোলা হচ্ছে প্রশাসনকে।
অভিযোগ, দীর্ঘদিন দূষিত জল সরবরাহের কথা জানানো হলেও পদক্ষেপ নেয়নি প্রশাসন। প্রশাসনিক উদাসীনতায় মৃত্যুমিছিল? গুরুতর অভিযোগে সরগরম জাতীয় রাজনীতি। এরই মাঝে ফের বিতর্কে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। মধ্যপ্রদেশে দূষিত পানীয় জলে পরপর মৃত্যুর ঘটনা সামনে আসছে। সেই নিয়ে প্রশ্নের মুখে পড়েন বিজেপি নেতা। কিন্তু প্রশ্ন করায় কৈলাসের রোষে পড়েন সাংবাদিক। সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে । বিজেপি নেতাকে বলতে শোনা যায়, 'তো কী ঘণ্টা হয়েছে?'
তবে চুপ করে থাকেননি ওই সাংবাদিক । কৈলাস বিজয়বর্গীয়কে পাল্টা জবাব দেন তিনি । বলেন, 'আপনি এভাবে কথা বলতে পারেন না। শব্দচয়ন ঠিক করুন।' সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস । সাংবাদিকের ভূয়সী প্রশংসা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দেশের পরিচ্ছন্নতম শহরের তকমা পাওয়া ইনদওরের (Indore Water Contamination) পানীয় জলে বিষ? দূষিত পানীয় জল খেয়ে অন্তত ১৪ জনের মৃত্যুর অভিযোগ স্থানীয়দের!
স্থানীয় প্রশাসন সূত্রে দাবি, প্রাথমিক রিপোর্টে জল দূষণের ইঙ্গিত মিলেছে। বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ২০১ জন। ইনদওরের ১ হাজার ৪০০ বাসিন্দা দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। গোটা ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করেছে জাতীয় মানবাধিকার কমিশন। মুখ্যসচিবের কাছে, ২ সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্টও চেয়েছে কমিশন ।
স্থানীয় প্রশাসন সূত্রে দাবি, প্রাথমিক রিপোর্টে জল দূষণের ইঙ্গিত মিলেছে। বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ২০১ জন। ইনদওরের ১ হাজার ৪০০ বাসিন্দা দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। গোটা ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করেছে জাতীয় মানবাধিকার কমিশন। মুখ্যসচিবের কাছে, ২ সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্টও চেয়েছে কমিশন ।