কলকাতা: করোনাভাইরাস সংক্রমণ রুখতে স্যানিটাইজারের চাহিদা এখন আকাশছোঁয়া। আগে ওষুধের দোকানের এক কোণে পড়ে থাকা স্যানিটাইজার এখন তো চাইলেও মিলছে না। এই পরিস্থিতিতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সোশ্যাল মিডিয়ায় একটি মিম শেয়ার করেছেন কাজল। তাতে দিলওয়ালে দুলহলিয়া লে জায়েঙ্গে-র বিখ্যাত সেই ট্রেন ধরার দৃশ্যের পুনর্নির্মাণ হয়েছে।
মিমটি বানিয়েছেন পুলকিত কোছার নামে একজন। তাতে দেখা যাচ্ছে, কাজল দৌড়িয়েছেন, হাত বাড়িয়ে শাহরুখ। কাজল কি তাঁর হাত ধরবেন? ওমা, এই সময় দেখা গেল, কাজলের হাতে স্যানিটাইজার, তিনি তা শাহরুখের হাতে তুলে দিতে দিয়েছেন অমন পাঁই পাঁই করে মরণবাঁচন ছুট। নীচে লেখা, সিমরনও জানে পরিচ্ছন্নতার গুরুত্ব।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮০ ছড়িয়েছে, প্রাণ হারিয়েছেন ২ জন। এই পরিস্থিতিতে সব সময় হাত পরিষ্কার রাখা ও হাঁচি, কাশির সময় মুখ ঢেকে রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বলিউড তারকারাও পোস্ট করেছেন করোনার মাস্ক পরিহিত ছবি।
শাহরুখের হাত ধরলেন? উঁহু, ছুটতে ছুটতে কাজল হাতে ধরিয়ে দিলেন স্যানিটাইজার, মিমে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Mar 2020 02:01 PM (IST)
মিমটি বানিয়েছেন পুলকিত কোছার নামে একজন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -