কলকাতা: একবছরের মাথায় করমণ্ডলের স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায়।শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনের চারটি কামরা। এদিকে রেল দুর্ঘটনায় আহত হয়েছেন একজন গর্ভবতী মহিলা যাত্রী।


ভয় পেয়েছিলেন ?


 আহত ওই মহিলা যাত্রী জানিয়েছেন, প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম। যখন এরকম হয়েছে, মনে হয়েছে, আর বাঁচবোই না। মরেই যাব। ট্রেনটা তো, উল্টে যেতে যেতে একটু থেমেই গেল। তারপর আমরা ওইখান থেকে নেমে গেলাম। আমরা ট্রেনের সিট থেকে পড়ে গিয়েছি। যখন ট্রেনটা থামলো , তারপর আমরা আস্তে আস্তে নামলাম।


ট্রেনটা কি আস্তে আস্তে যাচ্ছিল ?


হ্যাঁ ট্রেনটা আস্তে যাচ্ছিল। কিন্তু আচমকা ব্রেক মেরে দাঁড়িয়ে যেতেই মনে হয়েছিল, যেন ভূমিকম্প হল। তারপর তো নেমেই গেলাম।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


বিস্তারিত আসছে..