অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অকালমৃত্যুর পর তিনি মুম্বইয়ে সুরক্ষিত বোধ করছেন না বলে জানানোয় সঞ্জয় দলীয় মুখপত্র সামনা-য় কঙ্গনাকে তীব্র আক্রমণ করে লেখেন, আপনাকে অনুরোধ করছি, মুম্বই আসবেন না। এটা মুম্বই পুলিশের অপমান ছাড়া কিছু নয়। স্বরাষ্ট্রমন্ত্রকের এজন্য ব্যবস্থা নেওয়া উচিত। কঙ্গনা পাল্টা বলেন, শিবসেনা এমপি তাঁকে হুমকি দিয়েছেন, মুম্বই ফিরতে নিষেধ করেছেন। মুম্বইকে তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে বলেন, মুম্বই পুলিশের ওপর নিরাপত্তার ব্যাপারে তিনি ভরসা করতে পারছেন না। সঞ্জয়, অন্য মন্ত্রীরা কঙ্গনাকে শহর ছেড়ে চলে যেতে বলেন।
কঙ্গনা ভিডিওতে বিষয়টি উল্লেখ করে বলেন, আমির খান যখন বলেছিলেন, তিনি এ দেশে থাকতে ভয় পাচ্ছেন, কেউ তাঁকে হারামখোর বলেনি বা নাসিরুদ্দিন শাহ যখন এমন বলেছিলেন, তাঁকেও নয়। আমার যে কোনও পুরানো ভিডিও দেখতে পারেন। মুম্বই পুলিশের প্রশংসা করতে ক্লান্ত হব না। কিন্তু পুলিশের সাম্প্রতিক কাজকর্মে তিনি বাধ্য হয়েছেন তাদের ওপর আস্থা হারাতে। এত কিছুর পর যদি আচরণের নিন্দা করে থাকলে সেটা আমার মত প্রকাশের স্বাধীনতা। আমি আপনারও নিন্দা করছি সঞ্জয়জি। আপনি মহারাষ্ট্র নন। আমি ৯ সেপ্টেম্বর ফিরছি। আপনার লোকজন বলছে, আমার চোয়াল ফাটিয়ে দেবে, মেরে ফেলবে। অবশ্য়ই। আমায় মেরে ফেলুন কেননা এই মাটি দেশের গৌরব, সম্মানের জন্য এত মানুষের বলিদানের রক্তে সমৃদ্ধ। আমিও নিজের জীবন দিয়ে দেব কেননা সেই ঋণ শোধ করতে হবে আমায়। ৯ তারিখ আপনাকেও আমি দেখব। জয় হিন্দ, জয় মহারাষ্ট্র।
এদিকে মহারাষ্ট্রের কাছে ক্ষমা চাইলেই তিনি কঙ্গনাকে ক্ষমা করে দেওয়ার কথা ভাববেন বলে জানিয়েছেন সঞ্জয়। বলেছেন, যিনিই এখানে থাকেন, কাজ করেন, আর মুম্বই, মহারাষ্ট্র, মারাঠিদের নিন্দা করেন, তাঁকে বলব, আগে ক্ষমা চান।