বেঙ্গালুরু: গোটা দেশকেই চরম আর্থিক সঙ্কটে ফেলেছে করোনা। পরিস্থিতি এমন, যে কর্মীদের বেতন দেওয়ার টাকাটুকুও সরকারি দফতরগুলির কাছে নেই। কর্নাটকের আবগারি মন্ত্রী এইচ নাগেশ তো সরাসরি মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে অনুরোধ করেছেন, লকডাউন কিছুটা হলেও শিথিল করতে, যাতে লোকে মদ কেনাকাটা করতে পারেন, কর্মীদের মাইনে দেওয়া যায়, জোগানো যায় অন্যান্য খরচ।
২৫ মার্চ লকডাউন চালু হওয়ায় গোটা দেশে বন্ধ রয়েছে মদ বিক্রি। প্রতি মাসে ১৮০০ কোটি টাকা করে লোকসান খাচ্ছে কর্নাটক সরকার। আবগারি মন্ত্রী নাগেশ চিন্তায় পড়েছেন, এই পরিস্থিতিকতে কর্মীদের মাইনের ব্যবস্থাও করতে পারবেন না। তাই তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ করেছেন, ৩ মের পর একটু হলেও কড়াকড়ি শিথিল করা হোক। জবাবে ইয়েড্ডি বলেছেন, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। নাগেশ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কিছু ব্যবস্থা নেবেন বলে আশায় আছেন তিনি।
৩ তারিখ শেষ হতে চলেছে এই দ্বিতীয় দফার লকডাউন। অনেকেই আশা করছেন, তারপর স্বাভাবিক হবে পরিস্থিতি। যদিও বেশিরভাগের ধারণা, লকডাউন এখনই পুরোপুরি উঠে যাওয়ার কোনও সম্ভাবনা নেই, কারণ করোনার প্রকোপ একটুও কমেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে। তাতে বেশিরভাগ মুখ্যমন্ত্রী লকডাউন বাড়ানোর আর্জি জানিয়েছেন, একই সঙ্গে বলেছেন, কিছু ক্ষেত্রে অল্প হলেও কড়াকড়ি শিথিল করা হোক।
লোকে মদ না খেলে মাইনে দেব কী করে? লকডাউন শিথিল করতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ কর্নাটকের আবগারি মন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2020 05:55 PM (IST)
নাগেশ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কিছু ব্যবস্থা নেবেন বলে আশায় আছেন তিনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -