বেঙ্গালুরু: করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই বার্ড ফ্লুর ভয় পাচ্ছিলেন রাজু নামে কর্নাটকের জনৈক মুরগি ব্যবসায়ী। নিজের ১০,০০০ মুরগিকে জ্যান্ত পুঁতে ফেলেছেন তিনি। আশা করছেন, লাভ না হোক, আর লোকসান হবে না।
করোনার ভয়ে সন্ত্রস্ত গোটা দেশের শহর-গ্রাম। বেশিরভাগ মানুষ লকডাউন মানার চেষ্টা করছেন, মেনে চলছেন পরিচ্ছন্নতা সংক্রান্ত নির্দেশ। করোনা জীবজন্তুর সংক্রমণে হয় খবর রটায় অনেকেই মুরগি খাওয়া বন্ধ করেছেন, ফলে লোকসানে পড়েছেন পোলট্রি ব্যবসায়ীরা। এর মধ্যে খবর রটেছে, করোনার পর নাকি ছড়াচ্ছে বার্ড ফ্লু। ফলে লোকসান আরও বাড়তে পারে আশঙ্কায় নিজের ১০,০০০ মুরগি ছানাকে জ্যান্ত কবর দিয়েছেন কর্নাটকের মুদালাকোপ্পা গ্রামের পোলট্রি ব্যবসায়ী রাজু।
রাজু বলেছেন, করোনা আর বার্ড ফ্লুর ভয়ে কেউ তাঁর মুরগি কিনছে না। ফলে বিরাট লোকসানের মুখে পড়েছেন তিনি। তাই লোকসানের হাত থেকে বাঁচতে মুরগিগুলোকে পুঁতে ফেলেছেন। তবে মাটির নীচে জ্যান্ত মুরগি পোঁতার খবর পেয়ে অনেকে ওই ফার্মে চলে আসেন। মাটি খুঁড়ে মুরগি নিয়ে বাড়ি ফিরে যান তাঁরা।
করোনা: ১০,০০০ মুরগিকে জ্যান্ত পুঁতলেন কর্নাটকের এই পোলট্রি ব্যবসায়ী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Mar 2020 01:46 PM (IST)
তবে মাটির নীচে জ্যান্ত মুরগি পোঁতার খবর পেয়ে অনেকে ওই ফার্মে চলে আসেন। মাটি খুঁড়ে মুরগি নিয়ে বাড়ি ফিরে যান তাঁরা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -