বেঙ্গালুরু: লকডাউনের তৃতীয় দফার প্রথম দিন থেকে শর্তসাপেক্ষে বিভিন্ন রাজ্যে খুলে গেছে মদের দোকান। ৪০ দিন পর দোকানে ভিড় জমিয়েছেন সুরাপ্রেমীরা। কোনও কোনও জায়গায় লকডাউনের বিধি-নিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই চলেছে কেনা-বেচা।

এরই মধ্যে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন এক মত্ত ব্যক্তি। ফিরছিলেন মোটর বাইকে চড়ে। রাস্তায় সামনে পড়ে একটি সাপ। ব্যস, প্রচণ্ড ক্ষেপে যান ওই ব্যক্তি। চিৎকার করতে করতে সাপটিকে ধরে কামড়াতে থাকেন তিনি। এতটাই উত্তেজিত ছিলেন ওই ব্যক্তি যে, সাপটিকে কামড়ে টুকরো টুকরো করে দেন!

কর্ণাটকের কোলার জেলার মুসতুর গ্রামে ঘটনাটি ঘটে।
বন দফতরের এক আধিকারিকের কথায়, বছর ৩৮ এর কুমার নামে ওই ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে।

ওয়াইল্ডলাইফ অ্যাক্টিভিস্ট শরথ বাবু জানিয়েছেন, সাপটি র‌্যাট স্নেক প্রজাতির।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লোকটির রাস্তায় সাপটি এসে পড়লে তিনি সেটিকে তুলে গলায় জড়িয়ে নেন। তারপর মদ্যপান করতে থাকেন, আর সাপটিকে কামড়াতে থাকেন। বল দফতরকে খবর দেওয়া ও তাদের আসার মধ্যে সাপটি মারা যায়!