বেঙ্গালুরু : ইঙ্গিত ছিলই। কারণ, বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের বৈঠক দেখা যায়নি তাদের। কার্যত বিজেপি-বিরোধী শিবিরকে এড়িয়েই চলছিল জেডি(এস)। সেই লাইনে হেঁটেই লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার সিদ্ধান্ত নিল কর্ণাটক-কেন্দ্রীক আঞ্চলিক দল জেডি(এস)। দলীয় নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী জানিয়ে দিলেন, রাজ্যের স্বার্থে তারা বিরোধী হিসাবে বিজেপির সঙ্গে একযোগে কাজ করবে।
দলের সুপ্রিমো তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া তাঁকে দলের অবস্থান ঠিক করার দায়িত্ব দিয়েছেন বলে জানান কুমারস্বামী। তবে, লোকসভা ভোটে কোন পথে হাঁটবে জেডি(এস), তা নিয়ে এখনই কোনও সিদ্ধান্তের কথা জানাননি তিনি। বলেন, 'লোকসভা ভোট নিয়ে কথা বলার এখনও অনেক সময় আছে।'
বৃহস্পতিবার রাতে জেডি(এস)-এর পরিষদীয় দলের বৈঠকে হওয়া আলোচনা নিয়ে একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় কুমারস্বামী বলেন, 'আমি বিধানসভার ভেতরে ও বাইরে উভয় জায়গাতেই বলেছি, এখানে বিজেপি ও জেডি(এস) বিরোধী দল। রাজ্যের স্বার্থে দুই দল একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এমনকী আজ সকালেও, আমাদের দলের নেতারা কীভাবে সেই লক্ষ্যে এগনো যায় তা নিয়ে আলোচনা করেছেন।' প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত ছিলেন দেবগৌড়াও।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কুমারস্বামী বলেন, 'পরিষদীয় দলের বৈঠকে দেবগৌড়া নির্দেশ দিয়েছেন যে, সব নেতার মতামত নিয়ে, ১০ সদস্যের একটি দল গঠন করতে হবে। যাতে সব সম্প্রদায়ের প্রতিনিধি থাকবেন। এই দল রাজ্যের ৩১ জেলায় কংগ্রেস সরকারের অপকর্মের বিরুদ্ধে সরব হবে।'
এদিকে ২০২৪ লোকসভা ভোটে জেডি(এস) NDA শিবিরে ভিড়তে পারে বলে জল্পনা শুরু হয়েছে। সেই প্রসঙ্গে কুমারস্বামীর সংযোজন, 'লোকসভা ভোটের এখনও ১১ মাস মত বাকি আছে। দেখা যাক কী হয়। দলীয় সংগঠনকে চাঙ্গা করতে বলা হয়েছে। এর পাশাপাশি দলের যে কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে অনুমতি দিয়েছেন সুপ্রিমো।'
প্রসঙ্গত, গত ১৭ ও ১৮ জুলাই বিজেপি-বিরোধী দলগুলি বেঙ্গালুরুতে বৈঠকে বসে। সেখান থেকে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী শিবির। বিরোধীদের নতুন জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স। অর্থাৎ INDIA (Indian National Developmental Inclusive Alliance)। পাল্টা নয়াদিল্লিতে বৈঠক করে NDA-ও।
আরও পড়ুন ; বিরোধী জোটে নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন