নয়াদিল্লি: সবে উদ্বোধন হওয়া মহাকাল এক্সপ্রেসের একটি বার্থকে মন্দিরের চেহারা দেওয়া হয়েছে। সেটি বুক করা হয়েছে স্বয়ং ভগবান শিবের জন্য। মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বিষয়টি উল্লেখ করে সংবিধানের ভূমিকাটি টুইট করেছেন প্রধানমন্ত্রীর অফিসে।


বারাণসী থেকে ইন্দোরগামী কাশী মহাকাল এক্সপ্রেসের বি৫ কোচের ৬৪ নম্বর বার্থটি এখন ছোট্ট একটি মন্দির। উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশের তিন জ্যোতির্লিঙ্গকে জুড়ছে এই ট্রেন, গতকাল স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করেছেন। রেল কর্তৃপক্ষ এখন চিন্তা করছে, শিব ঠাকুরের জন্য ট্রেনের একটি আসন তারা বরাবরের মত রিজার্ভ রাখবে কিনা। তাদের মতে, ইন্দোরের কাছে ওঙ্কারেশ্বর, উজ্জয়িনীতে মহাকালেশ্বর ও বারাণসীর কাশী বিশ্বনাথ- তিন জ্যোতির্লিঙ্গকে কাছাকাছি এনে দেওয়া এই ট্রেনে তা অভিনব ব্যাপার হবে।

আর এই শিবের নামে ট্রেন বুক করা নিয়ে প্রধানমন্ত্রীর অফিসে সংবিধানের ভূমিকা টুইট করেছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।


এক রেল আধিকারিক জানিয়েছেন, এই প্রথম ট্রেনের কোনও আসন ভগবান শিবের জন্য ফাঁকা ও রিজার্ভড রাখা হল। একটি মন্দিরও ওই সিটে করা হয়েছে, যাতে যাত্রীরা জানতে পারেন, উজ্জয়িনীর ভগবান মহাকালের জন্য আসনটি বরাদ্দ হয়েছে। শুধু তাই নয়, ট্রেনে চলছে ভক্তিমূলক গান, প্রতি কোচে রয়েছেন দুজন করে বেসরকারি রক্ষী, পাওয়া যাচ্ছে শুধুই সম্পূর্ণ নিরামিষ খাবারদাবার। পুরো এসি৩ পরিষেবার দেওয়া এই ট্রেন সপ্তাহে ৩ দিন ধরে চলবে বারাণসী থেকে ইন্দোরের মধ্যে।