নয়া দিল্লি: কাশীর মন্দিরে (Kashi Temple) ভিড় বাড়ল রেকর্ডহারে, তেমনই রেকর্ডহারে বাড়ল আয়। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে, কাশী বিশ্বনাথ মন্দিরের (Kashi Viswanath Temple) আয় ২০১৭-১৮ থেকে ২০২৩-২৪ পর্যন্ত প্রায় চার গুণ বেড়েছে। যদিও এর মধ্যে করোনার সময় ভক্তের সংখ্যা কিছুটা কমেছিল। কিন্তু এর পর ফের ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে কাশী বিশ্বনাথে ভক্তদের ভিড়।   


সমীক্ষায় প্রকাশিত তথ্য অনুসারে ২০২৩ সালের সঙ্গে তুলনা করলে দেখা যায় গত পাঁচ মাসেই কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শনার্থীদের  সংখ্যা বেড়েছে প্রায় ৪৮.২৩ শতাংশ। সংখ্যার বিচারে প্রায় ২ কোটি ৮৬ লক্ষ ভক্ত সমাবেশ হয়েছে মন্দিরে। কাশী বিশ্বনাথ ধামে ভক্তদের সংখ্যা ১৬.২২ কোটি ছাড়িয়েছে। 


এদিকে, বাবা বিশ্বনাথের দর্শনে আগত মানুষের জন্য সুবিধা বাড়িয়েছে উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে সময়ে সময়ে এই সুবিধা পর্যালোচনা করেছেন। মন্দিরের সম্প্রসারণ ও দর্শনের সুবিধার কারণে কাশীতে তীর্থযাত্রা আরও বেড়েছে। 


শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের চিফ এক্সিকিউটিভ অফিসার বিশ্বভূষণ মিশ্র জানিয়েছেন, গত ৭ বছরে এই মন্দিরের আয় প্রায় ৪ গুণ বেড়েছে। প্রসাদ, দান, টিকিট এবং কমপ্লেক্সে নবনির্মিত ভবন থেকে আয় ইত্যাদির মাধ্যমে বেড়েছে আয়। ১৩ ডিসেম্বর ২০২১-এ কাশী বিশ্বনাথ করিডোর উদ্বোধনের পরে, ২০২৪ সালের মে মাসে ভক্তের সংখ্যা ১৬.২২ কোটিতে পৌঁছেছে।


আরও পড়ুন, রামভূমিতে ভেঙে পড়ল অযোধ্যা স্টেশনের দেওয়াল? ভিডিও ঘিরে তুমুল হইচই


কাশীর ধর্মীয় ও আধ্যাত্মিক নগরী অনাদিকাল থেকে সনাতন ধর্মে বিশ্বাসীদের জন্য একটি তীর্থস্থান। তবে ভক্তদের পুণ্যধাম কাশীতে এখন বিশ্বমানের সুবিধাও পাওয়া যাচ্ছে। বিশ্বের প্রতিটি কোণ থেকে এই প্রাচীন শহরে পৌঁছনো সহজ হয়েছে। যে কারণে এখানে ভক্তদের সংখ্যাও বেড়েছে অনেকটাই। একটি বিশ্বাস আছে যে সনাতন ঐতিহ্যে দান করলে বিশেষ পুণ্য পাওয়া যায়। ধর্মীয় নগরী কাশীতে আসার পর প্রকাশ্যেই নৈবেদ্য ও দান করছেন শিবভক্তরা। এভাবে গত সাত বছরে বাবা বিশ্বনাথের আয় চার গুণ বেড়েছে।                               


                       
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে