শ্রীনগর: অপ্রত্যাশিত। দুর্ভাগ্যজনক। ভয়ঙ্কর । জম্মু কাশ্মীর উপত্যকা ও সারা দেশে সন্ত্রাসবাদের কোমর ভাঙতে নেমেছিলেন তাঁরা। গত কয়েকদিনে ফরিদাবাদ থেকে বারেবারে উদ্ধার করা হয়েছে পাহাড়প্রমাণ বিস্ফোরক। শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের এক পুলিশ স্টেশনেই সেই বাজেয়াপ্ত করা বিস্ফোরক ভয়ঙ্কর ভাবে ফেটে যায়। জানা গিয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক পরীক্ষা করতে গিয়েই এই বিপত্তি। বিকট শব্দে ঘটে বিস্ফোরণ । কেঁপে ওঠে উপত্যকা।
পুলিশ সূত্রে খবর, ফরিদাবাদে উদ্ধার অ্যামোনিয়াম নাইট্রেট শুক্রবার রাতে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল পুলিশের সঙ্গে বিস্ফোরক পদার্থ পরীক্ষা করছিলেন। সেই সময় আচমকা বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের জেরে থানাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে থানার বাইরে থাকা গাড়িতেও আগুন লেগে যায়। দ্রুত পদক্ষেপ করেছে প্রশাসন। আগুন নেভানো ও আহতদের উদ্ধারের কাজ শুরু হয় দ্রুত।
জানা গিয়েছে, বিপুল এই বিস্ফোরক ভাণ্ডার ফেটে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। বিভিন্ন সূত্রে মৃতের সংখ্যা নিয়ে তথ্যগত ফারাক থাকলেও বেশিরভাগ সূত্রেরই খবর মৃতের সংখ্যা ৭। আহত হয়েছেন প্রায় ২৭ জন। এনডিটিভি সূত্রে খবর, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর । মৃতের সংখ্যা বাড়তে পারে। নিহতদের বেশিরভাগই পুলিশকরমী। বিস্ফোরক পরীক্ষা করার সময় ফরেনসিক দলের কর্মকর্তাও ছিলেন সেখানে। আহতদের ভারতীয় সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্তারা নওগাঁও পৌঁছেছেন এবং এলাকাটি ঘিরে রাখা হয়েছে।
হালে এই নওগাঁও পুলিশ স্টেশন এলাকার বিভিন্ন স্থানে সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের পোস্টার পড়ে তারপরই সক্রিয় হয় পুলিশ। কাশ্মীর থেকে ফরিদাবাদ, সন্ত্রাসবাদের কোমর ভাঙতে উঠেপড়ে লাগে পুলিশ। এরপরই ফরিদাবাদ থেকে কাশ্মীরি ডাক্তার গ্রেফতার, বিপুল বিস্ফোরক বাজেয়াপ্ত করা। বিরাট এই নেটওয়ার্ক ধ্বংস করতে একাধিক গ্রেফতারিও হয়। এই অভিযানে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় বেশ কয়েকজন ডাক্তার।