নয়াদিল্লি: চুক্তির চার বছর পর, রাফাল যুদ্ধবিমানের প্রথম ব্যাচ আগামীকালই পৌঁছচ্ছে ভারতে। গতকালই ৫টি যুদ্ধবিমান রওনা দেয় বোর্দোয় অবস্থিত মেরিনিয়াক বায়ুসেনা ঘাঁটি থেকে। আগামীকাল সেগুলি পৌঁছবে অম্বালা বায়ুসেনা ঘাঁটিতে।


গতকাল যখন বিমানগুলি রওনা দিচ্ছিল, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। ঠিক তাঁর পাশেই ছিলেন ভারতীয় বায়ুসেনার এয়ার কমোডোর হিলাল আহমেদা রাথার, যিনি বর্তমানে ফ্রান্সে নিযুক্ত ভারতের "এয়ার আতাশে"।


সূত্রের দাবি, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বক্সিয়াবাদ এলাকায় জন্ম নেওয়া হিলাল আহমেদ পড়াশোনা করেন সৈনিক স্কুলে। ১৯৮৮ সালে, তিনি ভারতীয় বায়ুসেনায় যোগ দেন।


খবরে প্রকাশ, রাফাল যুদ্ধবিমানগুলি যাতে সময়ের আগেই ভারতে পৌঁছয়, সেই গোটা বিষয়টি তদ্বির করে নিশ্চিত করেন হিলাল। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে তিনি 'সোর্ড অফ অনার'-ও জিতেছিলেন।


বায়ুসেনায় ৩ হাজার ঘণ্টার বেশি যুদ্ধবিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে হিলালের। কিন্তু, একটি দুর্ঘটনা ঘটেনি তাঁর হাতে। বায়ুসেনার যে কোনও পাইলটের কাছে এটা একটা অনন্য কীর্তি। খুব কম ফাইটার পাইলটের এই তকমা রয়েছে। মিগ-২১ থেকে শুরু করে মিরাজ-২০০০ ও কিরণ প্রশিক্ষণ বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে এই কাশ্মীরির।


২০১০ সালে উইং কমান্ডার থাকাকালীন তিনি বায়ুসেনা মেডেল পান। এরপর ২০১৬ সালে গ্রুপ ক্যাপ্টেন থাকার সময়ে তিনি বিশিষ্ট সেবা মেডেলে ভূষিত হন।