Kashmir Incident: মাত্র ২০ মিনিটের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন মহারাষ্ট্রের একটি পরিবার। পহেলগাঁওয়ের বৈসরণে বেড়াতে গিয়েছিলেন নাগপুরের এক বাসিন্দা। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। সংবাদসংস্থা এএনআই- কে ওই ব্যক্তি জানিয়েছেন, যে জায়গায় জঙ্গি হামলা হয়েছে, ধ্বংসলীলা শুরু হওয়ার মাত্র কিছুক্ষণ আগেই সেই এলাকা ছেড়ে ছিলেন তিনি এবং তাঁর পরিবার। দূর থেকে অনেকক্ষণ ধরে গুলি চলার শব্দ এসেছিল তাঁদের কানে। সবাই ওই এলাকা ছেড়ে পালাতে চাইছিল। জঙ্গি হামলা হওয়া এলাকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে ছিলেন তাঁরা। কোনওমতেই আর পিছনে ফিরে তাকাননি কেউ। লক্ষ্য ছিল একটাই, যেভাবেই হোক প্রাণ বাঁচিয়ে পালাতে হবে।

নাগপুরের ওই বাসিন্দা জানিয়েছেন, বেরনোর গেট ছিল খুবই ছোট, মাত্র ৪ ফুটের। তার মধ্যে দিয়েই বেরোনোর চেষ্টা করছিলেন সকলে। বাকিদের মতো এই ব্যাক্তি স্ত্রী, ছেলেকে সঙ্গে নিয়ে কোনওমতে দৌড়ে পালিয়ে বেঁচেছেন। মাথায় ঘুরছিল স্ত্রী, সন্তানের নিরাপত্তার কথা। দৌড়ে বেরোতে গিয়ে হুড়োহুড়িতে পায়ে ভাল চোটও পেয়েছেন ওই ব্যক্তির স্ত্রী। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সর্বক্ষণ তাড়া করছে এক ভয়ঙ্কর আতঙ্ক। হাসপাতালের বিছানায় শুয়ে তিনি জানিয়েছেন, সকলে চিৎকার করে বলছিল 'গুলি চলছে'। তার মধ্যেই প্রাণ বাঁচাতে দৌড়োচ্ছিলেন সবাই। অই মহিলা আরও জানিয়েছেন, সবাই চিৎকার করে বলছিল গুলি চলছে। পালাও। পিছন থেকে এসে সবাই ধাক্কা দিচ্ছিল। বাচ্চারাও ছিল ওখানে। বেরোতে খুবই সমস্যা হয়েছে। তবে এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন সকলেই। অন্যদিকে জঙ্গিদের গুলি প্রাণ কেড়ে নিয়েছে ২৬ জনের। 

প্রথমে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে হামলাকারীদের স্কেচ তৈরি করে প্রকাশ করা হয়। তিনজন জঙ্গির স্কেচ প্রকাশ্যে আসে। তার কিছুক্ষণের মধ্যেই চারজন জঙ্গির ছবি প্রকাশ করেছে। গোয়েন্দা সূত্রে খবর, পর্যটকদের উপর হামলা চালিয়েছিল চারজন জঙ্গি। আর পরিস্থিতির উপর নজর রাখছিল আরও তিন জঙ্গি। যে চারজন জঙ্গির ছবি প্রকাশ্যে এসেছে তাদের মধ্যে ২ জন পাকিস্তানি, আসিফ এবং আদিল। বাকি ২ জন কাশ্মীরি। অন্যদিকে আবার গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, পহেলগাঁওতে পর্যটকদের উপর এই হামলার মাস্টার মাইন্ড আদিল গুরু। ২০১৮ সালে ভারতে অনুপ্রবেশ করে পাক জঙ্গি আদিল, এমনটাই খবর সূত্রের। এখনও অধরা হামলাকারী জঙ্গিরা, উপত্যকায় চলছে চিরুনি তল্লাশি। ড্রোন উড়িয়ে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। হামলাকারীরা পাকিস্তানে পালিয়ে গেছে, অনুমান গোয়েন্দাদের। পাকিস্তান থেকে ৮ ঘণ্টা ট্রেক করে পহেলগাঁওতে পৌঁছয় জঙ্গিরা, খবর সূত্রের। এছাড়াও শোনা যাচ্ছে, হামলাস্থল থেকে ৪০ মিটার দূরে সীমান্তের ওপারে ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা। ইতিমধ্যেই পহেলগাঁওতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে NIA- এর দল। সেনা বাহিনীকেও সতর্ক থাকার নির্দেশ।