Vicky Katrina Updates: সমুদ্রতীরের বাড়িতে হাতে-হাত রেখে রোম্যান্টিক মেজাজে ভিকি-ক্যাটরিনা

Bollywood Celebrity Updates: সমুদ্রতীরের বাড়িতে রোম্যান্টিক মেজাজে সময় কাটাচ্ছেন ভিকি - ক্যাটরিনা। দুই তারকার ছবি দেখে আপ্লুত নেটিজেনরা।

Continues below advertisement

মুম্বই: বলিউডের (Bollywood) অত্যন্ত জনপ্রিয় জুটি ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। তাঁদের ব্যক্তিগত জীবন সবসময়ই চর্চায় থাকে। গত বছরের শেষের দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। সম্পর্ক নিয়ে বিয়ের আগে মুখ না খুললেও, বিয়ের পরই তাঁরা সমস্ত ছবি শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে। এরপর থেকে তাঁরা নানা সময়ই একসঙ্গে ছবি পোস্ট করেছেন। আর তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সম্প্রতি ক্যাটরিনা কাইফ তাঁর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। সমুদ্রতীরের বাড়িতে রোম্যান্টিক মেজাজে সময় কাটাচ্ছেন ভিকি - ক্যাটরিনা। দুই তারকার ছবি দেখে আপ্লুত নেটিজেনরা।

Continues below advertisement

ভিকি - ক্যাটরিনার সাম্প্রতিক ছবি-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে সমুদ্র উপকূলবর্তী বাড়িতে হাতে হাত রেখেছেন ভিকি - ক্যাটরিনা। হৃদয়ের ইমোজি দিয়ে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর তাতেই আপ্লুত নেটিজেনরা। 'সূর্যবংশী' অভিনেত্রীর ছবিতে স্পষ্ট বৃষ্টির আবহাওয়ায় দুই তারকা রোম্যান্টিক মেজাজে সময় কাটাচ্ছেন। 


প্রসঙ্গত, সম্প্রতি কর্ণ জোহরের শোয়ে এসে ক্যাটরিনা কাইফ বলেন, 'আমি ওর (ভিকি কৌশল) সম্পর্কে বিশেষ কিছুই জানতাম না। আমি ওর নাম শুনেছিলাম মাত্র। কিন্তু কখনও ওর সঙ্গে কথা হয়নি। কিন্তু যখন ওর সঙ্গে আমার দেখা হল, তখন আমি আপ্লুত হয়ে গেলাম।' ক্যাটরিনা জানান, ভিকির সঙ্গে সম্পর্কের কথা তিনি প্রথমবার শেয়ার করেন পরিচালক জোয়া আখতারের সঙ্গে। তিনি বলেন, 'এটা একেবারেই অপ্রত্যাশিত। আমার ভাগ্যও বলতে পারেন। তবে, এতে আমি খুশি। আমি কখনও ভাবিনি ভিকির সঙ্গে আমার সম্পর্ক হবে।'

আরও পড়ুন - Kartik Aaryan: বিমানে কার্তিকের কীর্তিতে চোখ কপালে অনুরাগীদের

সদ্য কয়েকদিন আগেই 'সর্দার উধম' ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন ভিকি কৌশল। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অতিথি আসন উজ্জ্বল করতে দেখা যায় ভিকি - ক্যাটরিনাকে। সেখানেই অভিনেত্রী জানান যে, কেন তিনি সবাইকে না জানিয়ে বিয়েটা সারলেন। ক্যাটরিনা বলেন, 'আসলে কোভিডের কারণে আমার পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। তাই আমরা অনুষ্ঠানের পরিবর্তে সুস্থ থাকার নিরাপত্তায় বেশি জোর দিতে চেয়েছিলাম। আমাদের লক্ষ্য ছিল যাতে কোভিডের সংক্রমণ না ছড়ায়। মূলত সেই কারণেই এত নিরাপত্তা এবং গোপনীয়তার মধ্যে বিয়ে সেরেছি আমরা। পাশাপাশি, আমরা দুজনেই বিয়েটা খুব উপভোগও করেছি।'

Continues below advertisement
Sponsored Links by Taboola