কলকাতা: দেশে এখন বর্ষা। বিভিন্ন জায়গায় লাগামহীন বৃষ্টি হচ্ছে। ভাসছে দিল্লি, বৃষ্টি-ধসে বিপর্যস্ত ওয়েনাড। এই সময়েই মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটেছে কেদারনাথের কাছে। কেদারনাথ যাওয়ার পথে লিঞ্চোলির কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে তথৈবচ পরিস্থিতি। বুধবার লিঞ্চোলিতে এই ঘটনার কারণে বাঁধভাঙা বৃষ্টি হয়েছে, যার জেরে হঠাৎ করেই বেড়ে গিয়েছে মন্দাকিনীর জলের স্তর। বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রের খবর এই পরিস্থিতিতে ইতিমধ্যেই উত্তরাখণ্ডের তেহরি জেলায় ঘনসালিতে ২ জনের মৃত্যু হয়েছে।  
 
কেদারনাথ যাওয়ার পথে হাঁটার পথে ভীম বালিতে cloud burst -এর কারণে ধস নেমেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় বড় একটি অংশ। এর জেরে আটকে পড়েছে অন্তত ২০০ পুণ্যার্থী। 


পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই নেমেছে উদ্ধারকারী দল। ওই রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। আটকে পড়া পুণ্যার্থীদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার কাজ চলছে। ভীমবালির ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর আসেনি। 


মেঘভাঙা বৃষ্টির জেরে মন্দাকিনী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় গৌরীকুণ্ড মন্দির খালি করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে গৌরীকুণ্ড ও শোনপ্রয়াগে বেড়েছে নদীর জলস্তর।  পুণ্যার্থীদের নিরাপদ জায়গায় সরানো হয়েছে। বন্য়া পরিস্থিতি রুদ্রপ্রয়াগেও। 


পরিস্থিতির দিকে নজর রাখার জন্য সব আধিকারিকদের সতর্ক থাকার কথা বলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টির মধ্যে উদ্ধারকাজ চলছে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ত্রাণ ও উদ্ধারকাজে। 


আবহাওয়া পরিস্থিতির কারণে কেদারনাথ যাওয়ার রাস্তা একাধিক জায়গায় আপাতত বন্ধ করা হয়েছে। বিপর্যস্ত পরিস্থিতিতে প্রবল সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পুণ্য়ার্থীরা। উত্তরাখণ্ডে লাগাতার ভারী বর্ষণের কারণে একাধিক জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টির কারণে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। রুদ্রপ্রয়াগের ডিএম সৌরভ গহরওয়ারের নির্দেশে যাত্রা বন্ধ করা হয়েছে।


হিমাচলেও মেঘ ভাঙা বৃষ্টি:
হিমাচল প্রদেশেও মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটেছে। এএনআই সূত্রের খবর, সিমলার রামপুর এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির কারণে ১৯ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।


 







আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে বেহাল রাজধানী! স্কুল বন্ধের নির্দেশ দিল্লিতে, ধাক্কা সড়ক-বিমানে