নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগণনার প্রাক্কালে চাঞ্চল্যকর দাবি করেছিলেন বিদ্রোহী আমআদমি পার্টির নেতা কপিল মিশ্র। অরবিন্দ কেজরিবালকে কটাক্ষ করে তিনি বলেন, কেজরিবাল ভোটে হারলে মোটেই বিস্মিত হবেন না তিনি!
আজ সেই কেজরিবালকেই জয়ের শুভেচ্ছা জানাতে হল কপিল মিশ্রকে। দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের জন্য আম আদমি পার্টি ও অরবিন্দ কেজরিবালকে অভিনন্দন জানালেন অধুনা বিজেপি নেতা কপিল।
সকাল থেকেই নিজের কেন্দ্র নয়া দিল্লিতে ভাল ব্যবধানে এগিয়েছিলেন কেজরিবাল। ভোটের ফল প্রকাশ যতই এগোয়, দিল্লিতে স্পষ্ট হয়ে যায় আপ-এর ক্ষমতায় ফেরার ইঙ্গিত ৷ সেই সঙ্গে নয়াদিল্লি কেন্দ্রে আপ প্রার্থী অরবিন্দ কেজরিবাল অনেকটাই এগিয়ে যান৷ তাঁর থেকে বহু যোজন পিছিয়ে ছিলেন বিজেপি প্রার্থী সুনীল যাদব৷ শেষ পর্যন্ত ২১ হাজারেরও বেশি ভোটে নিজের আসন দখলে রাখেন কেজরিবাল।
দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ফিরে এল আপ। বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত ছিলই। সকালে ইভিএম খোলা শুরু হতেই দিকে দিকে আপের জয়জয়কার। ৭০টির মধ্যে ৬২টি আসনে এগিয়ে আপ। বিজেপি এগিয়ে ৮টি আসনে। তবে গত বারের চেয়ে আসন বাড়ল বিজেপির।