তিরুঅনন্তপুরম: ইংরেজি এবং বাংলায় এমনিতেই লেখা আলাদা। সরকারি ভাবেই এবার নামবদল হতে চলেছে 'গডস ওন কান্ট্রি' কেরলের। ঐতিহ্যগত ভাবে, মলয়ালি ভাষায় দক্ষিণের রাজ্যটির নাম 'কেরলম'।  সরকারি ভাবে এবার সেই নামেই পরিচিত হতে চায় কেরল।  মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই মর্মে প্রস্তাব তোলেন রাজ্য বিধানসভায়। সর্বসম্মতিতে সেটি পাসও হয়ে গিয়েছে। (Kerala Name Change)


তবে শুধুমাত্র বিধানসভায় প্রস্তাব পাস হলেই হবে না, রাজ্যের নাম পরিবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সিলমোহরও প্রয়োজন।  ইতিমধ্য়েই সেই মর্মে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে কেরল সরকার। ভারতীয় সংবিধানের অনুচ্ছেন নং ৩-এর আওতায় যত শীঘ্র সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। নয়া রাজ্যের পত্তন, নামকরণ এবং নাম পরিবর্তমনের ক্ষেত্রে ওই ধারাই প্রযোজ্য। (Kerala New Name)


বুধবার কেরল বিধানসভায় বিষয়টি উত্থাপিত হয়। সেখানে মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন, "মলয়ালি ভাষায় আমাদের রাজ্যের আসল নাম কেরলম। ১৯৫৬ সালের ১ নভেম্বর ভাষার ভিত্তিতেই রাজ্যগুলির পত্তন হয়। কেরল দিবসও ১ নভেম্বরই পালন করি আমরা। স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই ভাষার নিরিখে রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করে তোলার প্রয়োজন অনুভূত হয়েছে।"


আরও পড়ুন: Rahul Gandhi: লোকসভায় ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন রাহুল! ‘সিরিয়ালের অভিনয় বন্ধ করুন’, স্মৃতিকে পাল্টা বিরোধীরা


কেন্দ্রের উদ্দেশে মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন, "সংবিধানের প্রথম তফসিলে আমাদের রাজ্যের নাম কেরল বলে নথিভুক্ত রয়েছে। সর্বসম্মতিতে আমাদের বিধানসভা তাই কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছে, যাতে অবিলম্বে তাতে সংশোধন ঘটিয়ে আমাদের রাজ্যের নাম কেরলম রাখা হয়। সংবিধানের অষ্টম তফসিল অনুযায়ী বাকি সব ভাষাতেই কেরলের পরিবর্তে কেরলম ব্যবহারের অনুমোদনও চাইছি আমরা।"


সংবিধানের প্রথম তফসিলে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের আঞ্চলিক এক্তিয়ার নথিবদ্ধ রয়েছে। অষ্টম তফসিলে ভারতের ২২টি ভাষাকে অফিসিয়াল ভাষা হিসেবে দেওয়া হয়েছে স্বীকৃতি, তার আওতায় কেরলকে 'কেরলম' করতে কেন্দ্রকে আর্জি জানিয়েছেন বিজয়ন। বিধানসভায় কোনও পক্ষই তার বিরোধিতা করেনি। কোনও সংশোধনের দাবিও ওঠেনি প্রস্তাবে।


স্বাধীনতা অর্জনের ৭৫ বছর পরও দেশের একাধিক রাজ্য, শহরের নামবদল হয়ে চলেছে। গত বছরই দেশের সাতটি শহরের নয়া নামকরণে সায় দেয় কেন্দ্র, যার আওতায় এলাহাবাদের নয়া নাম হয় প্রয়াগরাজ। পশ্চিম বাংলার নামও পাল্টে 'বাংলা' করার প্রস্তাব গিয়েছে কেন্দ্রের কাছে। সব ভাষাতে রাজ্যকে 'বাংলা' বলে উল্লেখের অনুরোধ যায়। ২০১৯ সালেও সেই মর্মে দাবি তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গের নাম পাল্টে বাংলা করতে রাজি হয়নি কেন্দ্র।


এমনিতে শহরের নাম পরিবর্তন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতির প্রয়োজন পড়ে। রাজ্যের নাম পরিবর্তনের ক্ষেত্রে গোটা সংসদের অনুমোদন প্রয়োজন। তবে এই প্রথম নয়, এর আগে ভাষার নিরিখে শহরের নামও বদল করেছে কেরল, যার আওতায় ত্রিবান্দ্রাম হয় তিরুঅনন্তপুরম, কোচিন হয় কোচি, কিলান হয় কোলাম, ত্রিচূড় হয় ত্রিশূর।