এতে ক্ষুব্ধ কংগ্রেস সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল বলেন, কেরল সরকারের মিথ্যা অহঙ্কার ছেড়ে টাকাটা নেওয়া উচিত।
রেল কর্তৃপক্ষ বিহার যাওয়ার এক পিঠের ভাড়া বাবদ ৯৩০ টাকা চাইছে বলেও অভিযোগ করেছে কংগ্রেস। স্বাভাবিক ভাড়ার থেকে ২০০ টাকা বেশি চাওয়া হচ্ছে বলে দাবি শ্রমিকদের, এমনটাই বলেছে কংগ্রেস। সূত্রের দাবি, পরিযায়ী শ্রমিকরা কংগ্রেসের চেক প্রত্যাখ্যানকে কেরল সরকারের নিষ্ঠুরতা বলে অভিমত জানিয়েছেন।
গত সোমবারই সনিয়া বিবৃতি দিয়ে জানান, এমন চরম দুঃসময়ে ঘরে ফিরতে ইচ্ছুক শ্রমিকদের কাছ থেকে কেন্দ্রীয় সরকার ও রেলমন্ত্রকের ভাড়া আদায় করা অত্যন্ত উদ্বেগজনক। কংগ্রেস ঠিক করেছে, দলের রাজ্য শাখাগুলি প্রতিটি অভাবী, দুঃস্থ শ্রমিকের রেলের টিকিটের ভাড়া বহন করবে।