তিরুবনন্তপুরম: কেরল সরকার ভাবনাচিন্তা করছে, ভিনজাতের মধ্যে বিয়ে করা ছেলেমেয়েদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্য়বস্থা করবে। তাঁদের জন্য় হোম তৈরি করা হবে, যেখানে যাবতীয় স্বাচ্ছন্দ্য, সুযোগ-সুবিধা থাকবে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা শনিবার এ ব্য়াপারে সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, আমরা ভাবছি একটা হোম খুলব, যেখানে ভিন জাতে বিয়ে হওয়া দম্পতিরা সরকারি সুযোগ-সুবিধা সহ এক বছর থাকতে পারবেন। যাঁদের বিয়ের পর থাকার জায়গার সংস্থান হবে না, তাঁরাই ওখানে থাকবেন। শনিবার শৈলজা তিরুবনন্তপুরমে মহিলাদের একদিন থাকার স্টে হোমের সূচনা করে রাজ্য সরকারের এমন ভাবনার কথা জানান।

যদিও কেরলের বাম গণতান্ত্রিক জোট সরকারের মন্ত্রীর এহেন প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া হয়নি। সোস্যাল মিডিয়ায় এর সমালোচনা করে অনেকেই বলছেন, এটা সরকারি পৃষ্ঠপোষকতায় লাভ জিহাদ! একজন ট্যুইটারে লিখেছেন, লাভ জিহাদের দারুণ সহায়ক হবে। সরকার লাভ জিহাদে উত্সাহ দেবে। চমত্কার।
দেখুন, কিছু মন্তব্য,










ওমান থেকে এসে তিরুবনন্তপুরমের হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু প্রসঙ্গে শৈলজা বলেন, শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর নমুনা সংগ্রহ করে করোনাভাইরাসের অস্তিত্ব ছিল কিনা, পরীক্ষা করে দেখতে পাঠানো হয়েছে। রিপোর্টের জন্য অপেক্ষা করছি। এই মারণ ভাইরাস মোকাবিলায় রাজ্যের সর্বত্র আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।