মুম্বই: প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া জানিয়েছে, ছবি, সিরিয়াল এবং ওটিটির শ্যুটিংয়ের জন্য নতুন গাইডলাইন তৈরি করেছে তারা। লকডাউন উঠে গেলে সেই নিয়ম অক্ষরে অক্ষরে মেনে শ্যুটিং শুরু হবে। সরকার অনুমতি দিলেই চালু হবে এই নতুন নিয়মকানুন।‘
দেখা যাক নতুন নিয়মে কী কী আছে
এতে বলা হয়েছে, শ্যুটিং শুরু হওয়ার পর প্রথম ৩ মাস শরীরের তাপমাত্রা মাপা, স্যানিটাইজেশন, সোশ্যাল ডিসট্যান্সিং, সম্ভব হলে ওয়ার্ক ফ্রম হোম, ফোনে আরোগ্যসেতু অ্যাপ ডাউনলোড করা ইত্যাদি মেনে চলতে হবে। কাস্ট ও ক্রুর সংখ্যা যত দূর সম্ভব কমাতে হবে। আউটডোর শ্যুটিং এড়িয়ে চলতে হবে, শ্যুটিং স্পটে থাকতে হবে ডাক্তারি দল।
প্রত্যেক ছবি আলাদা, তাই কাজ শুরুর আগে ঝুঁকি বুঝে যা যা ব্যবস্থা নেওয়ার নিতে হবে। সরকার লকডাউন তুলে নিলেও প্রথম কয়েক সপ্তাহ ও মাস জুড়ে মানতে হবে কড়া নিয়মকানুন। শ্যুটিং স্পটে ঢোকা, বেরিয়ে যাওয়া ও শ্যুটিংয়ের সময় প্রত্যেককে হাত পরিষ্কার রাখতে হবে। প্রত্যেক ক্রুকে দিতেই হবে ট্রিপল লেয়ার মেডিক্যাল মাস্ক ও গ্লাভস। মাস্ক খোলা অরক্ষিত পড়ে থাকলে চলবে না, দরকারে ফেলে দিতে হবে। শ্যুটিংয়ের সময় স্টুডিওর দরজা খুলতে নির্দিষ্ট লোক রাখতে হবে।
কর্মীদের মধ্যে রাখতে হবে অন্তত ২ মিটার দূরত্ব। করমর্দন, আলিঙ্গন, চুম্বন ও অন্যান্য শারীরিক স্পর্শ চলবে না, সিগারেট ভাগ করে খাওয়া যাবে না। সব কর্মী ও শিল্পীদের ফিটনেস ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। শ্যুটিংয়ের অন্তত ৪৫ মিনিট আগে সবাইকে স্পটে চলে আসতে হবে যাতে নিরাপত্তা মূলক নিয়মকানুন ঠিকমত মানা যায়। যাঁদের ফাইফরমাসের কাজের জন্য বাইরে থেকে ভাড়া করা হয়, তাঁদেরও নিরাপত্তা একইরকম জরুরি। দরকারে ওয়ার্ক ফ্রম হোমে জোর দিতে বলা হয়েছে গাইডলাইনে। যদি কারও পক্ষে তা সম্ভব হয়, তবে অবশ্যই সেই সুযোগ দিতে হবে। যাঁদের বয়স ৬০-এর ওপর, অন্যান্য অসুস্থতা আছে, তাঁদের বাড়ি থেকে কাজ করার সুবিধে দেওয়া উচিত। ৬০ বছরের বেশি বয়স যাঁদের তাঁদের শ্যুটিং শুরু পর অন্তত প্রথম ৩ মাস কাজে যোগ দিতে দেওয়া যাবে না। ৬০ বছরের বেশি বয়সের অভিনেতা অভিনেত্রীদের নিযুক্তি আইনগতভাবে করা উচিত।
করোনা পরবর্তী পর্যায়ে কীভাবে হবে শ্যুটিং? গাইডলাইন জারি করল প্রডিউসার্স গিল্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 May 2020 11:20 AM (IST)
কর্মীদের মধ্যে রাখতে হবে অন্তত ২ মিটার দূরত্ব। করমর্দন, আলিঙ্গন, চুম্বন ও অন্যান্য শারীরিক স্পর্শ চলবে না, সিগারেট ভাগ করে খাওয়া যাবে না।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -