কেরলের ওয়েনাড়ে প্রবল বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস। কেরলে যেন প্রকৃতির রোষানলে ধ্বংসলীলা চলেছে। যার জেরে লাফিয়ে বাড়ছে মৃত্যু। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৯ জন। ধসের জেরে আহত ৫০-এর বেশি। ধসের নীচে বেশ কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা। এখনও যা পরিস্থিতি মৃত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা। 


ওয়েনাড়ের পার্বত্য এলাকা মেপ্পাডিতে ধস নামে। বর্তমানে ভয়াবহ পরিস্থিতি কেরলের একাধিক জেলায়। কোথাও নদীতে ভাসছে মৃতদেহ, ভাঙা রাস্তা ও সেতু। কোথাও নিশ্চিহ্ন গ্রামের পর গ্রাম। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে বিমানে করে উদ্ধার করার পরিকল্পনা করছে সেনাবাহিনী। 






এদিকে, ভারী বৃষ্টির জেরে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। বহু নদী দিয়ে ভেসে আসছে মৃতদেহ। মালাপ্পুরমের চালিয়ার নদী থেকে অন্তত ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আশঙ্কা করা হচ্ছে আরও দেহ হয়তো ভেসে গিয়েছে, যা উদ্ধার করা যায়নি। 


বেশ কয়েকটি গ্রাম যেগুলিতে যোগাযোগের মাধ্যম সেতু, সেই সেতু ভেঙে যাওয়ায় একাধিক গ্রাম বিছিন্ন হয়ে পড়েছে। যোগাযোগও করা সম্ভব হচ্ছে না। কেরালার ওয়ানাড়ে অবিরাম ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার ভোরে ৪ ঘন্টার মধ্যে ৩টি বড় ভূমিধসের ঘটনা ঘটেছে।  ভূমিধসের কারণে শতাধিক ঘরবাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছে। সূত্রের খবর, শুধু চুড়ামালাতেই ২০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 


এর মধ্যেই কেরলে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মৌসম ভবনের তরফে জানান হয়েছে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আগামী তিন ঘণ্টার মধ্যে কেরলে বিক্ষিপ্ত বজ্রঝড়, বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন, কেরলে ভয়াবহ ভূমিধসে নিশ্চিহ্ন স্কুল-গ্রাম, ৪ শিশুর মৃত্যু, শতাধিকের প্রাণ সংশয়ের আশঙ্কা


এদিকে, সংবাদসংস্থা এএনআই-এর তরফে বলা হয়েছে, বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন, তবে এরই মধ্যে প্রায় ২৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দলের পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধারকাজে নেমেছে। 


শোকজ্ঞাপন করেছেন রাহুল গান্ধী। ওয়েনাড়ে প্রাণহানির ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। 


এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদি।