কলম্বো: রমরমিয়ে চলছে ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ় (IND vs SL)। আজ টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচ। এরপর শুরু হবে ৫০ ওভারের যুদ্ধ। সেই ওয়ান ডে সিরিজ়ের জন্য ইতিমধ্যেই দ্বীপরাষ্ট্রে পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের তারকারা। ২৮ তারিখেই রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিসহ (Virat Kohli) টিম ইন্ডিয়ার ছয়জন ক্রিকেটার দ্বীপরাষ্ট্রের হোটেলে চেক ইন করেন। ২৯ জুলাই, সোমবার তাঁরা কলম্বোয় অনুশীলন করবেন বলে পরিকল্পনা ছিল। তবে রোহিত, বিরাটদের অনুশীলন বাধাপ্রাপ্ত হল।
রোহিতদের তাঁদের হোটেল থেকে ছয় কিলোমিটার দূরে আর প্রেমদাসা স্টেডিয়ামে অনুশীলন করার ছিল। কিন্তু বৃষ্টিতে তা ভেস্তে গেল। সোমবার, সকাল থেকেই কলম্বোর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। কয়েক পশলা বৃষ্টিও হচ্ছিল। ভারতীয় তারকারা বিকেলবেলায় মাঠে অনুশীলনের জন্য পৌঁছন। তবে তারপরেই ভারতের অনুশীলনের ঠিক আগেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। বৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল যে কোনওভাবেই আর অনুশীলন করা সম্ভব হয়নি।
ভারতীয় দলের ছয় তারকার পাশাপাশি অ্যাঞ্জেলো ম্যাথিউজ়সহ শ্রীলঙ্কা দলের কিছু ক্রিকেটারও এদিন অনুশীলনের জন্য আর প্রেমদাসায় উপস্থিত ছিলেন। প্রাক্তন লঙ্কান অধিনায়ক ম্যাথিউজ়ের সঙ্গে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিতকে বেশ খানিকক্ষণ কথা বলতেও দেখা যায়। তবে দিনশেষে সকলকেই হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়। টি-টোয়েন্টি সিরিজ় চলায় গৌতম গম্ভীর পাল্লেকেলেতেই দলের সঙ্গে রয়েছে। তবে এদিন ভারতীয় দলের অনুশীলন তত্ত্বাবধানের জন্য উপস্থিত ছিলেন অভিষেক নায়ার। গৌতম গম্ভীরের সহকারী কোচ দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে সোমবার সকালেই কলম্বোয় দলের অনুশীলনের দায়িত্ব সামলানোর জন্য উপস্থিত হয়েছিলেন। তবে অনুশীলন আর সম্ভব হল না।
ঘোষিত ওয়ান ডে দল:-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, রিয়ান পরাগ, অক্ষর পটেল, খলিল আমেদ ও হর্ষিত রানা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্স, অলিম্পিক্স থেকে ছিটকে গিয়ে আন্তর্জাতিক টেনিসকে বিদায় বোপান্নার