তিরুঅনন্তপুরম: বিশেষজ্ঞরা বলছেন, করোনা যদি সেরেও যায়, সোশ্যাল ডিসট্যান্সিং মানতে হবে দীর্ঘদিন। আর এই দূরত্ব রক্ষা করতে অভিনব উদ্যোগ নিয়েছে কেরলের আলাপ্পুঝার থানীরমুক্কম গ্রাম পঞ্চায়েত। বাসিন্দাদের হাতে ছাতা ধরিয়ে দিয়েছে তারা, ছাতার ঠেলায় আর কেউ ঘেঁষাঘেঁষি করতে পারবেন না।

রবিবার থেকে থানীরমুক্কম পঞ্চায়েত জানিয়ে গিয়েছে, ঘর থেকে পথে বার হতে হলে মাথায় ছাতা খুলতেই হবে। এ জন্য সস্তায় ছাতা বিক্রিও করছে তারা। মন্ত্রী থমাস আইজাক বলেছেন, দুটো খোলা ছাতাই নিশ্চিত করবে পথচারীদের মধ্যে অন্তত ১ মিটার দূরত্ব।


জানা গিয়েছে, ব্রেক দ্য চেন আমব্রেলা প্রকল্পে থানীরমুক্কম পঞ্চায়েত অন্তত ১০,০০০ ছাতা স্থানীয় বাসিন্দাদের বিক্রি করবে। বাজারদরের থেকে সস্তা তো বটেই, চাইলে ধার বাকিতেও ছাতা কেনা সম্ভব।

কেরলে এখনও পর্যন্ত ৪৮১ জনের শরীরে করোনা ধরা পড়েছে। ৩৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন, মারা গিয়েছেন ৭ জন।