বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বেবি প্রোডাক্ট তৈরি হয়েছে কি না সেটা দেখা জরুরি:
শিশুদের অত্যন্ত সূক্ষ ত্বকের কথা মাথায় রেখে তাদের ত্বকে ব্যবহৃত পণ্যগুলি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তৈরি করা জরুরি। বেবি প্রোডাক্ট কেনার আগে দেখে নেওয়া উচিত সেটি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে তৈরি হয়েছি কি না। বাজারে অজস্র পণ্য আছে। দাবি করা হয়, সব পণ্যই শিশুদের ত্বকের যত্ন নেওয়ার উপযোগী। কিন্তু তার মানে এই নয়, সব পণ্যের উপাদানই শিশুদের নরম ত্বকের জন্য উপযুক্ত। তাই পণ্যগুলি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তৈরি হয়েছে কি না, সেটি দেখে নেওয়া উচিত। বেবি প্রোডাক্ট কিনতে গেলে আমাদের অনুরোধ, বিশেষজ্ঞদের দ্বারা নির্ধারিত গুণমানের বিষয়ে নিশ্চিত হয়ে নিন।
বেবি প্রোডাক্ট শিশুর ত্বকের পক্ষে সুরক্ষিত কি না নিশ্চিত হয়ে নিন:
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তানের ত্বকের জন্য আরও পুষ্টি দরকার হয়। বিশেষজ্ঞদের মতে, শিশুদের ত্বকের পক্ষে সুরক্ষিত উপাদান রয়েছে, এমন পণ্যই ব্যবহার করা উচিত। এই ধরনের পণ্যে শিশুর ত্বকের পক্ষে ক্ষতিকারক রাসায়নিক থাকা চলবে না। জনসনের বেবি সোপ ও তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। এই পণ্যগুলি শিশুদের ত্বকের কথা মাথায় রেখেবিশেষভাবে তৈরি করা হয়েছে।
বেবি প্রোডাক্টে কোনওরকম ক্ষতিকারক রাসায়নিক থাকা চলবে না:
বেবি প্রোডাক্ট কেনার আগে নিশ্চিত হয়ে নিন, সংশ্লিষ্ট পণ্যে যেন প্যারাবেন, ফর্ম্যালডিহাইড, ডাই, অ্যাসবেস্টস, সালফেটের মতো ক্ষতিকারক রাসায়নিক না থাকে। জনসনের বেবিকেয়ার প্রোডাক্টগুলিতে শুধু খাঁটি উপাদানই থাকে। কোনওরকম ক্ষতিকারক রাসায়নিক থাকে না।
বেবি প্রোডাক্টগুলির নির্দিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জরুরি-
বেবি প্রোডাক্টগুলি শিশুদের পক্ষে সুরক্ষিত কি না, সেটি পরীক্ষা করে ১০০ শতাংশ নিশ্চিত হওয়া জরুরি। এই পণ্যগুলি ত্বকের উপরেও পরীক্ষা করে দেখা উচিত। জনসনের কোনও পণ্যেই চুলকানি বা অ্যালার্জি হয় না। এটি পরীক্ষায় প্রমাণিত। সারা বিশ্বে সাড়ে পাঁচ লক্ষ মানুষের উপর জনসনের পণ্যগুলি পরীক্ষা করা হয়েছে।
বেবি প্রোডাক্টের আইএফআরএ শংসাপত্র থাকা উচিত-
শিশুরা বেবি প্রোডাক্টের হাল্কা সুগন্ধ পছন্দ করে। পরীক্ষায় দেখা গিয়েছে, এই ধরনের হাল্কা সুগন্ধ শিশুদের মানসিক উন্নতির সহায়ক। এই ধরনের পণ্যগুলি শুধু শিশুদের ত্বকের নম্রতাই বজায় রাখে না, শিশুর বাবা-মায়ের উপর থেকে মানসিক চাপও কমিয়ে দেয়। জনসনের বেবি প্রোডাক্টগুলিতে যে সুগন্ধ ব্যবহার করা হয়, সেগুলির আইএফআরএ শংসাপত্র রয়েছে।
বেবি প্রোডাক্টগুলিতে নির্দিষ্ট গুণমান বজায় থাকা জরুরি-
বিশেজ্ঞদের পরামর্শ এবং শিশুদের নরম ত্বকের কথা মাথায় রেখে বেবিকেয়ার প্রোডাক্টগুলির সুরক্ষা বিষয়ক বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জরুরি। জনসনের বেবিকেয়ার প্রোডাক্ট তৈরি করার আগে ১২ মাস ধরে উপাদানগুলি পরীক্ষা করে দেখা হয়। ১৫টি বিশ্বমানের পরীক্ষায় পাশ করতে হয় এই পণ্যগুলিকে। বাজারে ছাড়ার আগে এই পণ্যগুলির পরীক্ষা করা হয় এবং সিল করা হয়।
আপনার শিশুর ত্বকের যত্ন সংক্রান্ত সব তথ্য জেনে নিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Dec 2019 01:52 PM (IST)
বিশেজ্ঞদের পরামর্শ এবং শিশুদের নরম ত্বকের কথা মাথায় রেখে বেবিকেয়ার প্রোডাক্টগুলির সুরক্ষা বিষয়ক বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জরুরি। সেই মানদণ্ড মেনেই প্রস্তুত হয় জনসন’স বেবি কেয়ার প্রোডাক্ট।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -