তাঁর ও স্বামী নিশপাল সিংহের একটি ছবি পোস্ট করেছেন কোয়েল। কার্ডে লিখেছেন, শরীরের ভিতরে নতুন প্রাণের স্পন্দন অনুভব করছেন তিনি। তাঁর জীবনের বুননে ঝকঝকে রুপোলি সুতোর মত তাঁর সন্তান আসছে এই গ্রীষ্মে।
এক বাক্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে টলিউড।
প্রযোজক নিশপাল সিংহকে ২০১৩ সালে বিয়ে করেন কোয়েল। গত পুজোয় মুক্তি পেয়েছে তাঁর এখনও পর্যন্ত শেষ ছবি মিতিনমাসি।