কলকাতা: শুক্রবার সন্ধে থেকেই বইছিল ঠাণ্ডা হাওয়া। তারপর ভোররাত থেকেই ঝমঝমে বৃষ্টি নামে। সকাল ৬ টা অবধি কার্যত ছিল রাতের অন্ধকার। তারপর বৃষ্টি থামলেও, আকাশের মুখ ভার। সেই সঙ্গে শহর জুড়ে শীতের আগমন বার্তা দিচ্ছে শিরশিরে হাওয়া। রবিবার থেকে ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ। পূর্বাভাস আবহাওয়া দফতরের।


সপ্তাহশেষ থেকেই রাজ্যে শীতের আমেজ। আগামী সপ্তাহ থেকে নামতে পারে পারদ। ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। কমবে পূবালি হাওয়ার প্রভাব। নতুন করে রাজ্যে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তুরে হাওয়ায় পারদ নামার সম্ভাবনা। পাশাপাশি, আজ ও কাল মেঘলা আকাশ, দুই বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা হওয়ায় শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি উপরে।

অন্যদিকে, পুরুলিয়ায় শুক্রবার সকাল থেকে আকাশ কালো করে মেঘ, ঝোড়ো হাওয়ার পাশাপাশি শুরু হয় বৃষ্টি। মেঘ সরলে পারদ নামবে বলে আশা পুরুলিয়াবাসীর। পাশাপাশি, আজ ভোর থেকে চাকদা, কল্যাণী, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর সহ নদিয়ার অধিকাংশ জায়গায় ঘন কুয়াশার আস্তরণ দেখা যায়। কমে যায় দৃশ্যমানতা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যায় কুয়াশা।