কলকাতা: রাত ১১টার সময় কলকাতা মেট্রো রেলওয়ে (Kolkata Metro Railway) কর্তৃপক্ষ যে বিশেষ পরিষেবা চালু করেছিল দমদম (Dum Dum) থেকে কবি সুভাষ (Kavi Subhash) পর্যন্ত ব্লুলাইনে (Blue line Metro)। আগামী সোমবার অর্থাৎ ২৪ জুন থেকে তা বন্ধ রাখা হচ্ছে। তার বদলে  দমদম ও কবি সুভাষ উভয় স্টেশন থেকেই শেষ ট্রেন ছাড়বে রাত ১০.৪০ মিনিটে। এর পাশাপাশি মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, শেষ ট্রেনের জন্য কোনও স্টেশনে কোনও টিকিট কাউন্টার খোলা থাকবে না। প্রতিটি স্টেশনের ASCRM মেশিন থেকে টোকেন কাটতে হবে। এছাড়া স্মার্ট কার্ড নিয়েও ট্রেনে ওঠা যাবে।


বুধবার বিকেলে একটি ভিডিও বার্তায় কলকাতা মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "গত ২৪ মে থেকে আমরা পরীক্ষমূলক ভাবে ব্লুলাইনে সচারচর যাকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত বলে সেখানে বিশেষ মেট্রো পরিষেবা চালাচ্ছিলাম। সোম থেকে শুক্রবার পর্যন্ত দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে রাত ১১টায় ট্রেন ছাড়া হচ্ছিল। কিন্তু, রাতের এই পরিষেবায় আশানরূপ ভিড় হচ্ছিল না। বা আজকের ডেটেও হচ্ছে না। ফলস্বরূপ রাত ১১টার পরিষেবায় দমদম থেকে কবি সুভাষের মধ্যে মোটামুটি ৩০০ জন মতো যাত্রী থাকছেন। এদিকে এই পরিষেবা চালানোর জন্য সমস্ত কিছু মিলিয়ে আমাদের প্রায় তিন লক্ষ টাকা খরচ হচ্ছিল। কিন্তু, এর বিনিময়ে এই দুটি ট্রেন থেকে আয় খুব নগণ্য হচ্ছিল। কোনও কোনও স্টেশনে একটি কিংবা দুটি টিকিট বিক্রি হচ্ছিল। এখন আমরা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ এটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ২৪ জুন থেকে এই পরিষেবা আরও ২০ মিনিট এগিয়ে আনছি। রাত ১১টার পরিবর্তে ১০.৪০ মিনিটে শেষ ট্রেন দমদম ও কবি সুভাষ থেকে ছাড়বে। প্রতিটি স্টেশনেই দাঁড়াবে। তবে শেষ ট্রেনের জন্য কোনও স্টেশনেই আর টিকিট কাউন্টার খোলা থাকবে না। তার পরিবর্তে স্টেশনের ASCRM মেশিন থেকে টোকেন কাটতে হবে। এছাড়া স্মার্ট কার্ড নিয়েও ট্রেনে ওঠা যাবে।"



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: HC On Debra BJP Murder Case: ডেবরার বিজেপি কর্মীর মৃত্যু, CC ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের