নয়াদিল্লি: ইগর স্তিমাচের (Igor Stimac) পর ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) কোচ কে হবেন? নতুন কোচের পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)।
বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আগ্রহী প্রার্থীদের কাছে আবেদনপত্র চেয়েছে এআইএফএফ। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, অভিজ্ঞ কেউ এই পদে আবেদন করতে পারবেন। যাঁর নাম চূড়ান্ত হবে, তাঁকে ভারতের সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব ২৩ দলের দায়িত্বও পালন করতে হবে বলে জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
গত ৬ জুন সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন সুনীল ছেত্রী। সেই ম্যাচে গোলশূন্য ড্র করেছিল ভারত। পরের ম্য়াচে কাতারের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরে যায় ব্লু টাইগার্স। তাতেই বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডে ওঠার সুযোগ হাতছাড়া হয় ভারতের। ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের মূল পর্বে সরাসরি যোগ্যতা অর্জনের সুযোগও হারায় ভারত।
সেই ব্যর্থতার পরেই স্তিমাচকে সরিয়ে দেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভার্চুয়াল বৈঠকের পর এআইএফএফের তরফে জানানো হয়েছিল, স্তিমাচকে আর জাতীয় দলের কোচ হিসাবে রাখা হচ্ছে না। কোচ হিসাবে শেষ ১২টি ম্যাচের মধ্যে ৯টিতে পরাজয় হজম করতে হয়েছিল স্তিমাচকে। দুটি ম্যাচ ড্র হয়েছিল। সব মিলিয়ে স্তিমাচের পারফরম্যান্সে একেবারেই খুশি ছিলেন না দেশের ফুটবল কর্তারা।
ভারতীয় ফুটবলের সাম্প্রতিক ইতিহাস বলছে, বিদেশি কোচ নিয়োগ করার দিকেই ঝোঁক বেশি থেকেছে এআইএফএফের। ২০০৬ সাল থেকে ২০১১ পর্যন্ত ইংল্যান্ডের বব হাউটন ছিলেন ভারতের কোচ। ২০১১ সালে হাউটন বিদায়ের পর অল্প কিছুদিনের জন্য অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন আর্মান্দো কোলাসো। তারপর এক বছরের জন্য কোচ ছিলেন স্যাভিও মেদেইরা। তারপর ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের কোচ ছিলেন নেজারল্যান্ডসের উইম কোভারম্যান্স। ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কোচ ছিলেন ইংল্যান্ডের স্টিফেন কনস্ট্যান্টাইন। ২০১৯ সালে দায়িত্ব নিয়েছিলেন ক্রোয়েশিয়ার ইগর স্তিমাচ।
আরও পড়ুন: খাতায় কলমে এগিয়ে জার্মানি, মাঠেই প্রমাণ করতে মুখিয়ে হাঙ্গেরি, রেকর্ড কী বলছে?