হিন্দাল দে, কলকাতা : ফের খাস কলকাতায় চলল গুলি (Kolkata shoot-out) । কসবার বৈকুণ্ঠ ঘোষ রোডে (Kolkata firing) নোংরা ফেলার প্রতিবাদ করায়, স্থানীয় ক্লাবের সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে। ফের প্রশ্নের মুখে রাতের শহরের নিরাপত্তা! ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। 


 স্থানীয়দের অভিযোগ, রাস্তার ওপর নিয়মিত নোংরা ফেলেন ফ্ল্যাটবাড়ির বাসিন্দা সৌমিত মণ্ডল। মঙ্গলবার সন্ধে সাড়ে ৮টা নাগাদ একই ঘটনা ঘটায় প্রতিবাদ করেন ক্লাবের সদস্যরা। ফ্ল্য়াটের বাসিন্দা, প্রাক্তন পুলিশ আধিকারিকের ছেলে, সৌমিত মণ্ডল নিচে নেমে এসে ক্লাবের সদস্য়দের সঙ্গে ব্য়াপক ঝগড়া করেন। তখনকার মতো বিষয়টি মিটে গেলেও, রাত সাড়ে ১০টা নাগাদ ওই ব্যক্তি ক্লাবের সামনে এসে আচমকা গুলি চালান। প্রথম গুলিটি লক্ষ্য়ভ্রষ্ট হয়। অল্পের জন্য় রক্ষা পান এক ক্লাব সদস্য়। এরপর আগ্নেয়াস্ত্রটি নিয়ে নাড়াচাড়া করতে করতে দ্বিতীয় গুলিটি ওপরের দিকে ফায়ার হয়ে যায়।  এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা।  কসবা থানায় অভিযোগ দায়ের হয়। কী কারণে এই ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে, গুলি, গুলির খোল।       


আরও পড়ুন : 
এ বছর বেলুড়মঠে কবে দুর্গাপুজো? কখন কুমারী পুজো? কখন সন্ধিপুজো?


                                


স্থানীয় বাসিন্দা চিরঞ্জিত দাসের দাবি, তাঁকে লক্ষ্য় করে গুলি চালানো হয়। একটা গুলি লাগেনি। আরেকটা ওপরে ফায়ার হয় বন্দুক ঝাঁকাচ্ছিল বলে।              


স্থানীয় সূত্রে খবর, তিনি পেশায় তথ্য়প্রযুক্তি কর্মী , কিন্তু গাড়িতে পুলিশ ও প্রেসের স্টিকার লাগিয়ে ঘুরতেন অভিযুক্ত। বুধবার সকালে ফ্ল্য়াট থেকেই প্রাক্তন পুলিশ আধিকারিকের ছেলেকে গ্রেফতার করে পুলিশ।  সেই সময় অভিযুক্তকে ঘিরে ধরে ব্য়াপক বিক্ষোভ দেখায় স্থানীয়রা। প্রতিবেশীদের হুমকি দেওয়ার পাশাপাশি, মহিলাদের সঙ্গে অভব্য আচরণও করতেন বলে অভিযোগ। 


পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বাবা, প্রাক্তন পুলিশ আধিকারিকের নামেই আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স ছিল। সেটিই বেআইনিভাবে নিজের কাছে রাখতেন অভিযুক্ত। ধৃতের বাবা, প্রাক্তন পুলিশ আধিকারিককেও থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযুক্ত কোনও বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।       


আরও পড়ুন :


শক্তি বাড়াল নিম্নচাপ, বড়সড় দুর্যোগ অপেক্ষা করছে বাংলার জন্য?