কলকাতা: বাংলাদেশের ঝিনাইদহের আওয়ামি লিগ সাংসদের পর কলকাতায় চিকিৎসা করাতে এসে এবার নিখোঁজ হলেন পাবনার একজন যুবক (Bangladeshi Youth missing)। নিখোঁজ ওই যুবকের নাম মহম্মদ দিলওয়ার হোসেন। তাঁর পরিবারের দাবি, বৃহস্পতিবার সকালে হোটেল থেকে নিখোঁজ হয়ে যান তিনি।
বাংলাদেশের পাবনার বাসিন্দা ওই যুবক কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে। ছিলেন পার্ক স্ট্রিটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে। দিলওয়ারের পরিবারের দাবি, বৃহস্পতিবার সকালে হোটেল থেকে নিখোঁজ হয়ে যান তিনি। এই বিষয়ে অভিযোগ জানানোর পর পার্ক স্ট্রিট থানার পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনাটির তদন্ত শুরু করেছে। ঘটনাটিকে ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়েছে।
আরও পড়ুন: TMC News: ভোটে খরচের টাকা কোথায় গেল? হিসেব চেয়ে তৃণমূল সভাপতিকে ঘিরে তুমুল বিক্ষোভ
প্রসঙ্গত উল্লেখ্য, মে মাসের প্রথম দিকে কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ হয়েছিলেন বাংলাদেশের ঝিনাইদহের আওয়ামি লিগ সাংসদ আনোয়ার উল আজিম। ৯ দিন ধরে তাঁর খোঁজে তল্লাশি চালানোর পর জানা যায় খুন করে মৃতদেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে। দীর্ঘ তদন্তের পর জানা যায় এই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত সিয়াম হোসেন ১৩ মে বাংলাদেশের সাংসদের নিউটাউনের ফ্ল্যাটে গিয়ে তাঁকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে। পরে মৃতদেহটি লোপাট করার জন্য টুকরো করে কাটা হয় হাড় ও মাংস। সেগুলি নানা প্যাকেটে ভরার পর বিফ্রকেস ও ট্রলিব্যাগে ভরে ফ্ল্যাট থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকায় গিয়ে প্যাকেট থেকে বের করে বাংলাদেশের সাংসদের টুকরো করে কাটা মাংস ও হাড়গুলি ছড়িয়ে দেওয়া হয় বাগজোলা খালে। খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত সিয়ামকে বনগাঁ থেকে গ্রেফতার করার পর তাকে বাগজোলা খালে নিয়ে যাওয়া হয়। তারপর দীর্ঘ তল্লাশির পর উদ্ধার হয় কিছু হাড়গোড়। পরে সেগুলি বাংলাদেশের সাংসদের কিনা জানতে ফরেন্সিক এবং ডিএনএ টেস্ট করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Suvendu Adhikari: 'ভোট কেটে তৃণমূলকে জিততে সাহায্য করেছে CPM', নয়া দাবি শুভেন্দুর, এল পাল্টা জবাবও