Kolkata Police News: ব্যাঙ্কিংয়ের পর এবার হোটেল ব্যাবসার নামে ফাঁদ পেতেছে প্রতারকরা। ভুয়ো হোটেলের ওয়েবসাইট খুলে চলছে প্রতারণাচক্র। নকল হোটেলকে আসল ভেবে বুক করছেন পর্যটকরা। পরবর্তীকালে যার ফল ভুগতে হচ্ছে তাদের। সম্প্রতি এমনই একটি জালিয়াতচক্রের বিষয়ে সতর্ক করেছে কলকাতা পুলিশ। আসল ভেবে নকল এই হোটেলের সাইটগুলিতে আপনিও টাকা দেননি তো ?


Fake Hotels: কীভাবে চলছে এই জাল হোটেল ব্যবসা
কলকাতা পুলিশের ফেসবুক পোস্ট বলছে, ডিজিটাল লেনদেনের যুগে এখন ঘুরতে যাওয়ার আগে ঘরে বসেই হোটেলের খোঁজ নেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের এই আগ্রহকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা। ভুয়ো হোটেলের ওয়েবসাইট খুলে ফাঁদে ফেলা হচ্ছে গ্রাহকদের। সেই ক্ষেত্রে আসল ওয়েবসাইট ভেবে অনেকেই ৫০ শতাংশ অগ্রিম টাকা দিয়ে হোটেল বুক করছেন। তবে বাস্তবে ভ্রমণের জায়গায় গিয়ে হতাশ হতে হচ্ছে গ্রাহকদের। হোটল কর্তৃপক্ষ জানিয়ে দিচ্ছে, এরকম কোনও নামে কর্তৃপক্ষ কোনও বুকিং নেয়নি। এমনকী কোনও টাকাও তাদের কাছে আসেনি। সম্প্রতি পুরীতে হোটেল বুকিংয়ের নামে সামনে এসেছে এমন কিছু প্রতারণার ঘটনা। যা নিয়ে সতর্ক করেছে কলকাতা পুলিশ। লালবাজার সাইবার থানায় জমা পড়েছে এই ধরনের অভিযোগ।


Cyber Crime: ভুয়ো হোটেলের ওয়েবসাইট কীভাবে চিনবেন ? রইল উপায়


১ প্রথমে 'ডোমেইন নেম' বা লিঙ্কটি খুঁটিয়ে দেখুন।
২ লিঙ্কটি খোলার পরে তার পাশে তালা চিহ্ণ আছে কিনা তা দেখে নিন। এর থেকে ওয়েবসাইট সুরক্ষিত আছে কিনা বোঝা যায়।
৩ 'ওয়েবসাইট চেকার' বা নিরাপদে ইন্টারনেটে ব্যবহারের জন্য 'সেফ ব্রাউজিং টুল' ব্যবহার করুন।
৪ কোনওভাবে ওয়েবসাইটে বানান ভুল বা কাঁচা হাতের সাইটের ডিজাইন দেখলে সতর্ক হোন।
৫ অবশ্যই ওয়েবসাইটের বয়স বা ডোমেইন এজ জানতে অনলাইন সার্চ করুন।
৬ অবিশ্বাস্য কোনও ভাল অফার দেখলে সাবধান হোন।
৭ হোটেলে থেকেছেন এমন কোনও পর্যটকের রিভিউ জানার চেষ্টা করুন।
৮ শিপিং বা রিটার্ন পলিসি জাতীয় তথ্য় ভাল করে পড়ুন।
৯ কী কী পেমেন্ট অপশন আছে তা ভাল করে পড়ে নিন।
১০ ওয়েবসাইটের ভাইরাস স্ক্যান করুন।
১১ কোনও ধরনের পুরস্কারের প্রলোভোনে পা দেবেন না।