দোহা: প্রথম ম্যাচে আর্জেন্তিনার বিরুদ্ধে জয়। গোটা বিশ্বকে চমকে দিয়ে কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) অভিযান শুরু করেছিল সৌদি আরব। এবার নক আউট পর্বে যাওয়ার সুযোগ থাকছে এশিয়ার এই দেশটির সামনে। গভীর রাতে মেক্সিকোর বিরুদ্ধে খেলতে নামছে সৌদি। সেই ম্যাচে জয় পেলেই নক আউটের টিকিট পাকা। হেরে গেলে অবশ্য বিদায় নিতে হবে। কিন্তু যদি ম্যাচ ড্র হয়, তবে আর্জেন্তিনা বনা পোল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। 


প্রথম ম্যাচে যেই অঘটন ঘটিয়েছিল সৌদি, ঠিক সেই অঘটনের আশায় রয়েছেন সৌদি ভক্তরাও। দলের গোলমুখের জন্য নজরে থাকবেন সালেহ আল-শেহরি ও সালেম আল-দাওসারি। রাউল হিমেনেজ, হিরভিং লোজানো, অ্যালেক্সিস ভেগাদের শানাতে হবে একের পর এক আক্রমণ। মাঝমাঠে লুইস শ্যাভেজ, হেক্তর হেরেরাদের খেলতে হবে সামর্থ্যের সবটুকু দিয়ে। রক্ষণে হেক্তর মোরেনো, সেজার মন্তেসদের সতর্ক থাকতে হবে গতিশীল সৌদি আক্রমণ রুখতে।


এদিকে, বিশ্বকাপে ইতিহাসের সাক্ষী হতে চলেছে সারা পৃথিবী। ৩ জন মহিলা রেফারি ম্যাচ পরিচালনা করবেন বৃহস্পতিবার। জার্মানি আর কোস্তারিকার মরণ বাঁচন ম্যাচে। এমনি ছবি দেখতে পাবে সারা বিশ্ব। মহিলা রেফারিদের উপস্থিতিতে অন্য মাত্রা পাবে বিশ্বকাপ। 


যারা থাকবেন তাঁরা হলেন ফ্রান্সের স্টেপেনি ফ্রাপারট, ব্রাজিলের নেওজা ব্যাক, মেক্সিকোর কারিনা ডিয়াজ। স্টেপেনি থাকবেন রেফারি আর বাকিরা সহকারী রেফারি। ২০০৯ সাল থেকে ফিফার রেফারি স্টেফেনি। লিগ ওয়ান, ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ পরিচালনা করেছেন। এই বিশ্বকাপে ফ্রান্সের বাসিন্দা স্টেফেনির বাজানো বাঁশিতে শুরু হবে জার্মানি-কোস্তারিকা ম্যাচ। ২০১৫ ফিফা মহিলাদের বিশ্বকাপেও ম্যাচ খেলিয়েছেন তিনি। ২০২০, ২০২১, ২০১৯ তিনি সেরা মহিলা রেফারি নির্বাচিত হন। 


মহিলাদের অধিকার খর্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন ইরানের ফুটবলাররা। জাতীয় সঙ্গীত না গেয়ে তাঁরা তাঁদের প্রতিবাদ জানিয়েছিলেন। বিশ্বজুড়ে ইরানের ফুটবলাদের এই উদ্যোগকে  স্বাগত জানানো হয়েছিল বিভিন্ন মাধ্যমে। এবার সেই বিশ্বকাপেই যুগান্তকারী সিদ্ধান্ত ফিফার। নাভাসদের কোস্তারিকার বিরুদ্ধে যখন নামবে মাঠে জার্মানি। তখন বাঁশি হাতে স্টিফেনি দৌড়াবে এমাথা থেকে ওমাথা। ট্যাকেল থেকে ফাউল। পেনাল্টি থেকে ভি এ আর। সব পরিচালনা করবেন তিনি। প্রয়োজনে দেখাবেন হলুদ কার্ড আর লাল কার্ড। 


আরও পড়ুন: ওয়েলশের বিরুদ্ধে খেলতে পারবেন ইংল্যান্ড অধিনায়ক কেন? জানালেন কোচ সাউথগেট