কলকাতা: দুর্গাপুজোর বেশ কিছুদিন আগে থেকেই নিম্নচাপের সম্ভাবনার কথা শুনিয়েছিল আবহাওয়া দফতর। ষষ্ঠী থেকে দিনভর বৃষ্টিতে নাজেহাল ছিল শহরবাসী। একে করোনা, তার উপর বৃষ্টি। ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভবনার কথাও শুনিয়ে রেখেছিল আবহাওয়া অফিস। অবশেষে আশঙ্কা কাটল।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ সরছে বাংলাদেশের দিকে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। ঝোড়ো হাওয়ার সতর্কতাও থাকছে না। অষ্টমী থেকেই আবহাওয়ার উন্নতি।
সপ্তমীতে সুখবর, সরছে নিম্নচাপ, কাল থেকেই আকাশ পরিষ্কার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Oct 2020 01:01 PM (IST)
কে করোনা, তার উপর বৃষ্টি। ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভবনার কথাও শুনিয়ে রেখেছিল আবহাওয়া অফিস।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -