ঝিলম করঞ্জাই, কলকাতা : সরকারি হাসপাতালে (Government Hospital) ফের রেফার রোগ। ট্রেন দুর্ঘটনায় আহত রোগীকে ফেরাল কলকাতার (Kolkata) তিনটি সরকারি হাসপাতাল।এমনই চাঞ্চল্যকর অভিযোগ রোগীর পরিবারের। শেষপর্যন্ত এই খবর সম্প্রচারের পরই এসএসকেএম-এ (SSKM) ভর্তি করা হয় মুর্শিদাবাদের যুবককে। 


মুর্শিদাবাদের আজিমগঞ্জের বাসিন্দা সঞ্জীব মণ্ডল ট্রেন থেকে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান। তাঁর পরিবারের দাবি, বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্‍সার পর তাঁকে পাঠানো হয়  কলকাতার সরকারি হাসপাতালে। এরপরই দুর্ভোগের শুরু। শনিবার প্রথমে রোগীকে নিয়ে আসা হয় NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরিবারের দাবি, সেখান থেকে পাঠানো হয় এসএসকেএম- হাসপাতালে।  তারপর সেখান থেকে আবার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল। সব জায়গাতেই বেড নেই বলে রোগীকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। উপায় না দেখে রবিবার একটি বেসরকারি হাসপাতালে রোগীকে ভর্তি করে পরিবার। সেখানে অনেক টাকা বিল হয়ে যাওয়ায় ফের তাঁরা ফিরে আসেন এসএসকেএম-এ। 


শেষপর্যন্ত এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর এদিন রোগীকে এসএসকেএমের এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ৪৮ ঘণ্টা পর জখম রোগী ভর্তি হন এসএসকেএম-এ। সূত্রের খবর, রোগীর পরিবার রেফারের যে অভিযোগ করেছেন, তা নিয়ে খোঁজ নিচ্ছে এনআরএস ও ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। 


আরও পড়ুন- রেফার করা নিয়ে মুর্শিদাবাদের হাসপাতালে চিকিৎসক ও নার্সদের নিগ্রহের অভিযোগ, কাঠগড়ায় রোগীর পরিবার


এর আগে ফেব্রুয়ারি মাসে এই ধরনের ঘটনা ঘটেছিল। তিন মেডিক্যাল কলেজ হাসপাতাল ঘুরেও রোগীকে ভর্তি করা যায়নি বলে অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, বেড না পেয়ে ৩৬ ঘণ্টা বিনা চিকিৎসায় SSKM হাসপাতাল চত্বরে গাছের নীচে ঠাঁই হয় রোগীর। মুর্শিদাবাদের দৌলতাবাদের বাসিন্দা ৫৮ বছরের মাজেরা বিবি সিড়ি থেকে পড়ে গিয়ে ঘাড়ে ও পিঠে চোট পেয়েছিলেন। ওইদিনই বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু কলকাতায় রেফার করা হয় মাজেরা বিবিকে। প্রথমে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। কিন্তু প্রয়োজনীয় ডাক্তার নেই বলে, SSKM-এ রেফার করা হয়। রাতে NRS মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আরেক মেডিক্যাল কলেজ SSKM-এ আনা হয় রোগীকে। কিন্তু সেখানেও রোগীকে ভর্তি হতে কালঘাম ছুটে যায় গরিব পরিবারের। অবশেষে তৃণমূল নেতা মদন মিত্রর হস্তক্ষেপে রোগীর MRI হয়। এরপর ৩৬ ঘণ্টা পর ভর্তি নেওয়া হয়েছিল মাজেরা বিবিকে।