সঞ্চয়ন মিত্র, কলকাতা : প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কপূর। বয়স হয়েছিল ৭১ বছর। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে একঘণ্টার মধ্যে বাড়িতেই মৃত্যু চিত্রশিল্পীর। ১৯৫১ সালের ৩ জানুয়ারি লখনউতে জন্ম ওয়াসিম কাপুরের। ফাইন আর্টসের ছাত্রের কর্মভূমি ছিল কলকাতা। ভাবনা, উপস্থাপনা ও রঙের ব্যবহার তাঁর ছবিকে আলাদা মাত্রা দিয়েছিল। অমিতাভ বচ্চন, জ্যোতি বসু-সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি এঁকেছিলেন তিনি।
তিনি থাকতেন প্রফুল্ল সরকার স্ট্রিটের একটি বাড়িতে। সেখানেই চলে গেলেন শিল্পী। বাংলার শিল্পীমহলে কার্যত শোকের ছায়া তাঁর প্রয়াণে। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মেয়র ফিরহাদ হাকিম।
১৯৫১ সালে লখনউতে জন্ম ওয়াসিম কপূরের। পড়াশোনা কলকাতাতেই। ইন্ডিয়ান কলে অফ আর্টস অ্যান্ড ড্রাফ্টসম্যানশিপ থেকে ফাইন আর্টসে ফার্স্ট ক্লাস ডিগ্রি (A First Class Diploma Holder in Fine Arts from Indian College of Arts and Draftmanship) নিয়ে উত্তীর্ণ হন শিল্পী। ক্রাচে ভর দিয়ে যেতেন কলেজে। আর্ট কলেজে শুরু থেকেই বড়দের নজরে পড়েছিলেন তিনি। শোনা যায়, কলেজের প্রথম বর্ষেই তাঁর ছবি প্রদর্শনীতে জায়গা করে নেয়। মাত্র ৬ মাস বয়সে খাট থেকে পড়ে বড় আঘাত পান তিনি।, এরপর দীর্ঘকাল বিছানায় ছিলেন। হাসপাতালে যেতে হত বারবার। কিন্তু মনে জানলা হয়ত খোলা ছিল বলেই তাঁর শিল্প ওই পর্যায়ে পৌঁছায়।
জানা গিয়েছে, ১৯৮০-৮১ সালে All India Award from the Academy of Fine Arts পুরস্কারে সম্মানিত হন। ১৯৮৪ তে পান All India Award , বিড়লা অ্যাকাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারের তরফে। ১৯৮৪ তেই রাজ্য সরকারের পক্ষ থেকে পান সম্মান। ১৯৮৫ তে শিরোমণি পুরস্কার পান Asian Paints- এর তরফে। (তথ্য - www.indianmasterpainters.com)
তাঁর তুলিতে কথা বলত মানুষের আবেগ, আনন্দ, দুঃখ, সুখ-অসুখ। শিল্পীর প্রয়াণ শোক জ্ঞাপন করেছেন শিল্প অনুরাগীরা।