আবির দত্ত ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: বেলেঘাটায় (Beleghata) ফ্ল্যাটের সামনে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ (Body Rescued)। মেয়ে-জামাইয়ের সঙ্গে ফ্ল্যাটে থাকতেন ওই মহিলা। বাড়ির লোকের দাবি, মহিলা আত্মঘাতী (Suicide) হয়েছেন। খুনের অভিযোগ তুলেছেন প্রতিবেশীরা। প্রাথমিক তদন্তে পুলিশের (Kolkata Police) অনুমান, বাড়ির চারতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন মহিলা।


সাতসকালে শহরে মহিলার রহস্যমৃত্যু। চারতলা ফ্ল্যাটের সামনে রক্তাক্ত দেহ উদ্ধার। কী করে ঘটল এমন ঘটনা? মহিলাকে কেউ ঠেলে ফেলে দিয়েছেন? না কি, তিনি ঝাঁপ দিয়েছেন? না কি, দুর্ঘটনা? 


এই নিয়ে দানা বেঁধেছে রহস্য।  শনিবার সকাল ৮টা নাগাদ বেলেঘাটা থানা (Beleghata Police Station) এলাকার হরমোহন ঘোষ লেনে এই চারতলা ফ্ল্যাটের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৬৩ বছরের অঞ্জলি দে-কে। মেয়ে-জামাই ও নাতির সঙ্গে থাকতেন তিনি।  


প্রতিবেশীরা তাঁকে NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে (NRS Medical College Hospita) নিয়ে গেলে চিকিত্‍সকরা মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশীদের একাংশের অভিযোগ, মহিলাকে মারধর করতেন মেয়ে-জামাই।  খুনের অভিযোগ করছেন তাঁরা।  


মৃতের প্রতিবেশির কথায়, খুন করা হয়েছে ওঁকে। মেয়ে জামাই অত্যাচার করত। আমাদের কাছে বলতেন। যদিও পরিবারের দাবি, আত্মহত্যা করেছেন মহিলা। মৃতের জামাই জানিয়েছেন, গতকাল বচসা হয়েছিল, তবে ওঁকে খুন করা হয়নি। উনি আত্মহত্যা (Suicide) করেছেন।


এ দিন ঘটনাস্থলে যান ফরেন্সিক দলের ৭ সদস্য।  যেখানে মহিলা পড়েছিলেন, সেই জায়গা খুঁটিয়ে দেখেন তাঁরা।  ছাদে গিয়েও পরীক্ষা করে দেখেন। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, উঁচু থেকে পড়ার জন্য শরীরের ভিতরে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন মহিলা। 


আরও পড়ুন: Teesta Torsha Express: তিন মাসের জন্য বন্ধ তিস্তা-তোর্সা এক্সপ্রেস, রেলের ভূমিকায় সরব বিজেপি-তৃণমূল


আরও পড়ুন: Hooghly Shootout: চুঁচুড়ায় শ্যুট আউট, গুলিবিদ্ধ অবস্থায় গঙ্গায় ঝাঁপ আক্রান্তের