কলকাতা: ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার শুরু করলেন ফিরহাদ হাকিম। চেতলার রাখালদাস আড্ডি রোডে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন পরিবহণমন্ত্রী। বাসিন্দাদের সঙ্গে কথোপকথনের সময় হাতে তুলে দেন প্রচার সংক্রান্ত লিফলেট। ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন।


গতকাল মনোনয়নপত্র জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইভোল্টেজ উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। কংগ্রেস প্রার্থী না দিলেও এই কেন্দ্রে লড়ছে সিপিএম। তাদের প্রার্থী আরেক আইনজীবী শ্রীজীব বিশ্বাস।


উল্লেখ্য, গতকালই ভবানীপুরে নির্বাচনী প্রচার শুরু করা নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ দিন তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো পুরো মন্ত্রিসভাকেই প্রচারে নামিয়ে দিয়েছেন। বোঝাই যাচ্ছে বিজেপিকে কতটা ভয় পাচ্ছেন। শুক্রবার, নিউটাউনের ইকো পার্কে প্রাতর্ভ্রমণে বেরিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিজেপি রাজ্য সভাপতি। সেখানেই তিনি একাধিক ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রসকে আক্রমণ করেন। 


আসন্ন উপনির্বাচন নিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'আমাদের লড়াই পুরোপুরি হবে। আমরা তো এখনও নামিনি। এখনও প্রার্থী ঘোষণা করিনি। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তো পুরো মন্ত্রিসভাকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। বুঝতেই পারছেন বিজেপির ভয় কতটা। 


ভবানীপুরে উপনির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই ভবানীপুরের উপনির্বাচন ঘিরে ক্রমশ চড়ছে পারদ। এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। তবে, প্রচারে কোনও কসুর রাখছে না তৃণমূল। হেভিওয়েট নেতা-মন্ত্রীদের মাঠে নামিয়েছে তৃণমূল। 


 ভবানীপুরে উপনির্বাচন ও ২ বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন, তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাকির হোসেন। সামশেরগঞ্জে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম।


আরও পড়ুন: Abhishek Banerjee: কয়লাকাণ্ডে অভিষেককে ফের সমন ইডি-র