কলকাতা: কলকাতায় আসন্ন পুরভোটের জন্য আজ প্রার্থীতালিকা প্রকাশ করল বামফ্রন্ট। তবে সব ওয়ার্ডে প্রার্থী দিচ্ছে না বামেরা। বামেদের প্রার্থীতালিকায় ৫৬ জন মহিলা। কলকাতা পুরভোটে লড়বেন ১৭ জন সংখ্যালঘু বাম প্রার্থী। জোর দেওয়া হয়েছে নতুন মুখে।
প্রার্থীতালিকা প্রকাশ করে বামেদের পক্ষ থেকে তৃণমূলকে আক্রমণ করে বলা হয়েছে, ‘কলকাতায় সমস্যা বেআইনি নির্মাণের। শাসকদলের মদতেই বেআইনি নির্মাণ। বিরোধীদের আটকানোর চেষ্টা চলছে। শাসক দল প্রার্থী তালিকা ঘোষণার আগে, দেখা যাচ্ছে অন্তর্দ্বন্দ্ব। শাসক দলের আগে আমরা নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করছি। ক্লাব, স্কুল কমিটি সব দখল করে নিয়েছে শাসক দল।’
আসন্ন পুরভোটে বাম ঐক্যের ওপর জোর দেওয়ার কথা জানিয়ে বলা হয়েছে, ‘আমাদের ঘাটতি রয়েছে, চেষ্টা করছি কাটিয়ে ওঠার। আন্দোলন বাড়ানোর ক্ষেত্রে আমাদের ঘাটতি রয়েছে। বাম শরিকদের সঙ্গে মতপার্থক্য রয়েছে। তার মোকাবিলা করে আমরা ঐক্যে পৌঁছেছি। কিছু আসন আছে, যেখানে আমরা ভাল লড়াই দিতে পারি। সাংগঠনিক শক্তি ধরে রাখার জন্য কিছু এলাকায় লড়তে হয়। হেরে যাব জেনেও, কিছু আসনে আমরা বিকল্প দিতে লড়ব। বিজেপি ও তৃণমূলের বিরোধিতাই আমাদের অগ্রাধিকার। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৫-১৬টি আসনে প্রার্থী দেব না। বিজেপি নৈব নৈব চ। তৃণমূলকে হারাতে না পারলে পরিস্থিতি বদলাবে না। এই ১৫-১৬টি আসনে যারা তৃণমূল-বিজেপিকে হারাতে পারবে, তাদের সমর্থন করব আমরা। এই সব দলের মধ্যে কংগ্রেস ও আইএসএফ আছে।’
অন্যদিকে, পুরভোটের প্রার্থীতালিকা নিয়ে আজ তৃণমূলের বৈঠক। কালীঘাটে এই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এবার তৃণমূলের প্রার্থী তালিকায় ভারসাম্য বজায় রাখা হচ্ছে। তরুণ প্রজন্ম ও মহিলাদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি থাকছেন প্রবীণরাও। প্রার্থী তালিকা থেকে বেশ কয়েকজন বিধায়কের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। প্রার্থী তালিকায় থাকতে পারেন দলের প্রবীণ নেতাদের পরবর্তী প্রজন্ম। প্রার্থী তালিকায় এক ব্যক্তি এক পদ নীতি কঠোরভাবে মেনে চলা হবে বলে তৃণমূল সূত্রে খবর। আজকের বৈঠকে থাকতে পারেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরও।