কলকাতা: সামান্য কমলেও, দেশে দৈনিক মৃত্যু এখনও চার হাজারের আশেপাশে। টানা দশ দিন রোজ ১০০-র বেশি মৃত্যু হচ্ছে বাংলায়। করোনার দ্বিতীয় ঢেউয়ে এবার মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে মৃত্যুহার।


করোনার থাবা এবার সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবারে। মারণ ভাইরাসে নিজের ভাইকে হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মুখ্যমন্ত্রীর মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায়।  কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রীর ভাই। বেশ কিছুদিন ধরে করোনা আক্রান্ত ছিলেন তিনি। 


প্রায় ১ মাস ধরে ভর্তি ছিলেন মেডিকা হাসপাতালে। সেখানেই আজ সকাল ৯টা ২০ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া। 


পরিবার সূত্রে খবর,চিকিৎসা চলাকালীন মুখ্যমন্ত্রীর ভাইয়ের শারীরিক অবস্থা কখনও উন্নতি হয়েছে, কখনও অবনতি হয়েছে। 


ভোটের পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অবশেষে আজ সকালে লড়াই থেমে যায়। শোকস্তব্ধ গোটা পরিবার। কোভিড প্রোটোকল মেনে এদিন দুপুরে নিমতলা মহাশ্মশানে মুখ্যমন্ত্রীর ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন হয়।


রাজ্যে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। শুক্রবারই রাজ্যে দৈনিক সংক্রমণ ২১ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৪৬ জনের। 


সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে রেকর্ড ১৩৬ জন করোনা আক্রান্তের। এই নিয়ে লাগাতার দশ দিন ধরে রোজ ১০০-র বেশি মৃত্যু হচ্ছে বাংলায়।


টানা ৩ দিন ধরে, উত্তর ২৪ পরগনায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে চার হাজারের ওপরে। মৃত্যুতেও রেকর্ড। কলকাতাকে টপকে উত্তর ২৪ পরগনায় শুধু গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪২ জনের। আর কলকাতায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।


বিস্তারিত একটু পরেই..