কলকাতা: অ্যাপে প্রযুক্তিগত ত্রুটির কারণে ভ্যাকসিনের স্লট বুকিং পিছোল কলকাতা পুরসভা। কাল থেকে ফের শুরু হবে কোভিশিল্ডের প্রথম ডোজের স্লট বুকিং।
পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, কাল সকাল ১১টা থেকে স্লট বুকিং শুরু হবে। শনিবার থেকে মিলবে কোভিশিল্ডের প্রথম ডোজ।
৪৫ ঊর্ধ্ব নাগরিকদের জন্য লাইনে না দাঁড়িয়ে টিকা নেওয়ার ব্যবস্থা চালু করেছে কলকাতা পুরসভা। এর জন্য ৮৩৩৫৯৯৯০০০ নম্বরে হোয়াটসঅ্যাপে ইংরেজিতে "Hi" লিখে পাঠাতে হবে।
বুধবার কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের সদস্যদের সঙ্গে বাড়ি থেকে ভার্চুয়ালে বৈঠক করেন ফিরহাদ হাকিম। সেখানেই এই সিদ্ধান্ত হয়। ১০২টি স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে।
কলকাতায় ঘূর্ণিঝড় ‘ইয়াসে’র প্রভাব না পড়ায় আজ থেকেই এই টিকাকরণ শুরু করার কথা ছিল কলকাতা পুরসভার। বলা হয়েছিল, সকাল ৮ থেকে দুপুর ২টো পর্যন্ত হকার ও পরিবহণ কর্মীদের ভ্যাকসিনেশন। এরপর দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।
পুরসভার তরফে জানানো হয়, ৮৩৩৫৯৯৯০০০ নম্বরে নাম, বয়স, আধার ও ফোন নম্বর দিয়ে মেসেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এরসঙ্গে জানাতে হবে বরো ও ওয়ার্ড নম্বর।
উত্তরে কলকাতা পুরসভা জানাবে কবে, কখন, কোন কেন্দ্রে গেলে ভ্যাকসিন মিলবে। পুরসভার তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্ধারিত সময়ে স্লট বুকিং ছাড়া মিলবে না ভ্যাকসিন।
কো-উইন অ্যাপের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২২ লক্ষ ২৭ হাজার ৮৪২ জন ভ্যাকসিনের দু’টি ডোজ পেয়েছেন। ১৮ ঊর্ধ্ব সবাইকে ভ্যাকসিন দিতে হলে, ৯৫ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে হবে।
কিন্তু এখনও পর্যন্ত তার ৪.৪৪ শতাংশের ভ্যাকসিনেশন হয়েছে। বিশেষজ্ঞদের মতে, করোনার দ্বিতীয় ঢেউ সামলানোর একমাত্র পথ দ্রুত ভ্যাকসিনেশন।
কিন্তু, ভারতে যে গতিতে ভ্যাকসিনেশন হচ্ছে তা আদৌ সন্তোষজনক নয় বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে কেন্দ্রীয় সরকার ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশনের ঘোষণা করে দিলেও, ভ্যাকসিনের অভাবে সিংহভাগ জায়গাতেই, প্রথম ডোজ পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে।