কলকাতা: করোনা আবহে এবার কমল মেট্রোর সংখ্যা ৷ সোমবার থেকে শুক্রবার ২৫৮-র পরিবর্তে চলবে ২৩৮টি মেট্রো ৷ শনিবার মেট্রোর সংখ্যা কমে দাঁড়াল ২১৮ ৷ এবং রবিবার মাত্র ১০০টি মেট্রো চলবে কলকাতায় ৷


সূত্রের খবর, আগামী সোমবার, ২৬ এপ্রিল থেকেই কমিয়ে দেওয়া হচ্ছে মেট্রোর সংখ্যা। সপ্তাহের কাজের দিনগুলিতে এখন ২৫৮টি মেট্রো চলাচল করে। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারণে সোমবার থেকে এই সংখ্যা কমিয়ে করা হচ্ছে ২৩৮টি। কমে যাচ্ছে শনি ও রবিবারের মেট্রো চলাচলের সংখ্যাও। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই করোনা সংক্রমিত হয়েছে মেট্রো রেলের একাধিক কর্মী। এমনকী, যাত্রীদের মধ্যে অনেকেই করোনার উপসর্গ নিয়েই মেট্রোতে যাত্রা করছেন। এই পরিস্থিতিতে ট্রেন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।


একেবারেই স্বাভাবিক ছন্দে ফিরে এসেছিল মেট্রো পরিষেবা। কিন্তু, করোনার প্রকোপ কিছুটা কমতেই মানুষও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছিলেন না । ফলে বেড়েছে সংক্রমণ। যা ক্রমশ ভয়াল রূপ ধারণ করেছে। যার জেরেই ফের নিয়ন্ত্রিত হচ্ছে কলকাতা মেট্রো পরিষেবা। ২৬ এপ্রিল থেকে কমছে ট্রেনের সংখ্যা।


সারা দেশের সঙ্গে এ রাজ্যেও করোনা পরিস্থিতি সঙ্গীন হয়ে উঠছে। প্রত্যেকদিনই উত্তরোত্তর বাড়ছে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা। রাজ্যে সরকার হাসপাতালের বেড বাড়ানো থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা-সহ নানা ব্যবস্থার কথা জানিয়েছে। এই সংকটের সময় মনে রাখা প্রয়োজন রাজ্যের হেল্পলাইন নম্বরগুলিও। গত বছর প্রথমবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর রাজ্য সরকার একটি বহুমুখী হেল্পলাইন নম্বর চালু করেছিল। এই হেল্পলাইন এখনও বহাল। এই ইন্টিগ্রেডেট হেল্পলাইন নম্বরটি হল- ১৮০০-৩১৩৪৪৪-২২২।


এক্ষেত্রে যেসব পরিষেবাগুলি পাওয়া যাবে, সেগুলি হল-সাধারণ যে কোনও কোভিড সংক্রান্ত প্রশ্ন , সাইকোলজিক্যাল কাউন্সেলিং (সকাল ৯ টা থেকে রাত ৯টা), সরকারি ফ্রি কোভিড হাসপাতালে ভর্তির সাহায্য, ফ্রি সরকারি অ্যাম্বুল্যান্স, টেলিমেডিসিন (অডিও-ভিস্যুয়াল)সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে অতিরিক্ত ফোন নম্বর - (০৩৩) ৪০৯০-২৯২৯


ডাইরেক্ট টেলিমেডিসিন লাইন ০৩৩-২৩৫৭-৬০০১


কোভিড আক্রান্তদের জন্য কলকাতার অ্যাম্বুলেন্স পরিষেবার হেল্পলাইন নম্বর- ০৩৩-৪০৯০২৯২৯


কলকাতা পুরসভার কন্ট্রোল রুম (২৪x৭) - (০৩৩) ২২৮৬-১২১২/১৩১৩ অ্যাম্বুলেন্স (২৪x৭) - (০৩৩) ২২১৯-৭২০২/২২৪১-১২২৫ হোয়াটসঅ্যাপ – ৮৩৩৫৯৮৮৮৮৮