বিশ্বজিৎ দাস, খড়্গপুর:  লখিমপুর কাণ্ডে বিরোধী চাপের মুখে প্রধানমন্ত্রীর কৃষক দরদী ভাবমূর্তি তুলে ধরে চিঠি বিলি করলেন দিলীপ ঘোষ। কিষাণ সম্মান নিধির উপভোক্তারা যাতে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান, সেই আর্জি জানিয়ে নিজের নির্বাচনী এলাকায় চিঠি বিলি করেন তিনি। তা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল।


উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও তাঁর ছেলের নাম জড়িয়ে যাওয়ায় চাপ বাড়ছে কেন্দ্রের ওপর।  যদিও বিষয়টি নিয়ে এখনও নীরব প্রধানমন্ত্রী। 


এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন সংক্রান্ত রাজ্য বিজেপির কর্মসূচিকে ঘিরে তুমুল তরজায় জড়াল ঘাসফুল ও পদ্ম শিবির।


গত সাত বছরে মোদি সরকার দেশবাসীর স্বার্থে কী কী কাজ করেছে, সাধারণ মানুষের কাছে সেই তথ্য পৌঁছে দিতে কুড়ি দিনের সেবা সমর্পণ কর্মসূচি নিয়েছিল রাজ্য বিজেপি। 


বৃহস্পতিবার প্রচারের শেষ দিনে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের রথতলা এলাকায় স্থানীয়দের মধ্যে পোস্টকার্ড বিলি করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। 


রাজ্যে কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু হওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ধন্যবাদ জ্ঞাপনের আর্জি জানান তিনি।  দিলীপ বলেন,  প্রধানমন্ত্রী কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি পাঠাচ্ছেন। বছরে ছয় হাজার টাকা। তার জন্য কৃষকদের পক্ষ থেকে তাকে একটা ধন্যবাদ পত্র দেওয়া হবে। 


তিনি আরও বলেন, তাই আমরা ঠিক করেছি এখানে যে কৃষকরা সুবিধা পাচ্ছেন বা পাবেন তাঁরা মোদিজিকে একটা করে পোস্টকার্ড লিখবেন। মোদিজি আপনি কৃষকদের কথা ভেবেছেন। সেই কারণে ছয় হাজার টাকা কৃষকদের দিচ্ছেন। এইটুকু লিখে তিনি সই করে পাঠাবেন। তাই লক্ষ লক্ষ পোস্টকার্ড আমরা পাঠাচ্ছি।


যা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি তথা তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেন, এর চেয়ে বড় স্তাবকতা হয় না। বাংলায় কেউ কিসান নিধির টাকা পায়নি। যা পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন। 


তিনি যোগ করেন, বিজেপি যে কৃষক বিরোধী, এটা বাংলা নয়, পুরো ভারতবর্ষের কৃষকরা জেনে গেছেন। আগে দিল্লির কৃষক বিদ্রোহ উনি সামাল দিন। মোসায়েবি করে চিঠি দিচ্ছেন ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে। উনি সদ্য সদ্য পদ হারিয়েছেন তো। সেই জন্য কিছুটা পদ প্রাপ্তির আশায় এই স্তাবকতা করছেন।


আরও পড়ুন: নেতৃত্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, লখিমপুরকাণ্ডে তদন্ত কমিশন গড়ল উত্তরপ্রদেশ সরকার


আরও পড়ুন: ‘কারা অভিযুক্ত, দায়ের হয়েছে এফআইআর?’ যোগী সরকারের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট