রঞ্জিত সাউ, কলকাতা : কালীপুজো-দীপাবলিতে শব্দবাজি ও শব্দ দূষণের (Noise pollution) বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য় হেল্পলাইন চালু করল সবুজ মঞ্চ। শব্দবাজি ও শব্দ দূষণ রোধের আর্জি জানিয়ে রাজ্য় পুলিশের (West Bengal Police) ডিজিকে চিঠিও দিয়েছে সংগঠনটি। এদিকে, নিষিদ্ধ শব্দবাজি ও শব্দ দূষণ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সল্টলেকে মাইকে প্রচার করল পুলিশ।


আলোর উৎসব দীপাবলি। কিন্তু সেই উৎসবে শব্দবাজির যথেচ্ছ ব্য়বহার ও শব্দ দূষণ চিন্তা বাড়িয়েছে। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শব্দবাজি ও লাউডস্পিকারের তাণ্ডবে প্রাণ ওষ্ঠাগত হয়। এবার কালীপুজো (Kali Puja 2023) ও দীপাবলিতে শব্দবাজি ও শব্দের দাপটের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য় হেল্পলাইন চালু করল বেসরকারি সংগঠন সবুজ মঞ্চ।                                      


হেল্পলাইন নম্বরগুলি হল, ৬২৯০৯০১৮৬২, ৯৮৩০২৬৮৯০২ ও ৯২৩০৫৬৮৯০২। রবিবার ১২ নভেম্বর থেকে মঙ্গলবার ১৪ নভেম্বর পর্যন্ত খোলা থাকবে হেল্পলাইন নম্বরগুলি। ফোন করে শব্দবাজির ব্য়বহার ও শব্দ দূষণ নিয়ে অভিযোগ জানানো যাবে। পাশাপাশি শব্দবাজি ও শব্দ দূষণ রোধের আর্জি জানিয়ে রাজ্য় পুলিশের ডিজিকে চিঠিও দিয়েছে পরিবেশ নিয়ে কাজ করা এই সংগঠনটি।                                                           


চিঠির কপি কলকাতার পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, স্পেশাল কমিশনার, ডেপুটি কমিশনারদের এবং কলকাতা পুলিশের বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। এদিকে, কালীপুজো ও দীপাবলিতে নিষিদ্ধ শব্দবাজির ব্য়বহার ও শব্দ দূষণ ঠেকাতে তৎপর পুলিশও। শনিবার এনিয়ে সল্টলেকে মাইকে প্রচার করা হল পুলিশের তরফে।


সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি নিষিদ্ধ শব্দবাজি ব্য়বহার ও নির্ধারিত শব্দের মাত্রার বাইরে লাউডস্পিকার বাজালে কী শাস্তি হতে পারে তা নিয়ে প্রচার চালানো হয়।


                                                                                                 


আরও পড়ুন- ডেঙ্গির পাশাপাশি আতঙ্ক বাড়াচ্ছে ম্যালেরিয়া, খোদ কলকাতার মেয়রের ওয়ার্ডে মৃত্যু বৃদ্ধার