ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম বিশ্বাস, কলকাতা:  নিউ আলিপুর মাদককাণ্ডে ধৃত বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর বক্তব্যে প্রাথমিকভাবে সত্যতা রয়েছে বলে পুলিশের দাবি।


এই ঘটনায় সুরজকুমার শা নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃত সুরজ বিজেপি নেতা রাকেশ সিংহের ঘনিষ্ঠ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি স্কুটার।


পুলিশের দাবি, জেরায় পামেলার বক্তব্যে প্রাথমিকভাবে সত্যতা মিলেছে। জেরায় পামেলা দাবি করেন, ঘটনার দিন তাঁর গাড়িতে মাদক রাখে অমৃত সিংহ নামে এক যুবক।


পুলিশের দাবি, ধরা পড়ার আগে পামেলার গাড়ি থেকে নেমে যান অমৃত। তাঁকে নেওয়ার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন সুরজ। অমৃতকে নিয়ে যেতে সুরজকে পাঠিয়েছিলেন রাকেশ সিংহ-ই বলে পুলিশের দাবি। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না অমৃত সিংহের।


আরও পড়ুন:


Drug Smuggling Scam: রাকেশ সিংহের বাড়িতে সন্দেহভাজন ব্যক্তি, পামেলা কাণ্ডে নয়া মোড়


গ্রেফতার হওয়ার পর থেকেই বিজেপি নেত্রী পামেলা গোস্বামী তাঁরই দলের নেতা রাকেশ সিংহের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব। মাদককাণ্ডে গ্রেফতার হয়ে রাকেশও এখন পুলিশ হেফাজতে রয়েছেন। 


মাদক চক্রের নাগাল পেতে বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। গোয়েন্দা সূত্রে দাবি, সেখানেই মিলেছে চাঞ্চল্যকর তথ্য। 


পুলিশ সূত্রে দাবি, রাকেশের অরফানগঞ্জ রোডের বাড়ির সামনে সিসিটিভি ফুটেজে এক ব্যক্তির যাতায়াত সন্দেহ বাড়িয়েছে।


গোয়েন্দা সূত্রে খবর, ১৮, ১৯ এবং ২০ ফেব্রুয়ারি, পরপর ৩ দিন বিজেপি নেতা রাকেশ সিংহের বাড়িতে যেতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। 


২০ ফেব্রুয়ারি আলিপুর সেশনস্ কোর্ট থেকে বেরনোর সময় রাকেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনতে গিয়ে আরও এক ব্যক্তির কথা চিৎকার করে বলেছিলেন পামেলা।