সঞ্চয়ন মিত্র, কলকাতা : বিগত এক থেকে দেড় বছরে অতিমারি পরিস্থিতি মানবিকতার বন্ধনের প্রয়োজনীয়তা অনুভব করিয়েছে। আর সেই একতাই এবার শোভা পাচ্ছে বাঁশদ্রোণী একতার পুজো প্যান্ডেলে। এবার তাদের থিম 'বন্ধন'। এই পুজোর বয়স মাত্র ৫ বছর। কাপড়ের পার দিয়ে করা হচ্ছে মণ্ডপসজ্জা। পুজো কমিটির সদস্যরাই হাতে হাতে বুনে এই মণ্ডপ সাজিয়ে তুলছেন।


আরও পড়ুন ; জলমগ্ন এলাকায় কীভাবে বসবাস করবে মানুষ ? খিদিরপুর পল্লি শারদীয়ার থিমে 'অভিযোজন' 


পুজো কমিটির তরফে এক সদস্য বলেন, অতিমারির এই সময়ে সামাজিক এবং মানসিক মেলবন্ধনটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা সম্পূর্ণ কাজটা কাপড়ের পার দিয়ে করছি। এটা সুতোর তৈরি। কাপড়ের পার যত দীর্ঘ হয়, সুতোর বন্ধন তত দৃঢ় হয়। এই সুতোর বন্ধন, দৃঢ়তাই আমরা মণ্ডপে ফুটিয়ে তুলতে চাইছি। আমরা চাইছি, পারস্পরিক মেলবন্ধন সুদৃঢ় হোক। যাতে করোনা অতিমারিকে অতিক্রম করে উঠতে পারি।   


আরও পড়ুন ; কৃষকদের যন্ত্রণা, কঠিন যাত্রাপথ, প্রতিবাদের ছবি এবারে দমদম পার্ক ভারতচক্রের মণ্ডপে


ঢাকে কাঠি পড়ল বলে। শুরু হয়ে গিয়েছে পুজোর শেষ মুহূর্তের কাউন্টডাউন। সময় যত এগিয়ে আসছে ততই তুঙ্গে উঠছে কলকাতার বিভিন্ন মণ্ডপগুলির প্রস্তুতি। সেই তালিকায় রয়েছে খিদিরপুর পল্লি শারদীয়ার পুজোও। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, এই বছর ষষ্ঠী ১১ অক্টোবর, সোমবার সকাল ৬.২৩ মিনিট থেকে ৯.২৬ মিনিট মধ্যে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমী, ১২ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯.২৬ মিনিট মধ্যে সপ্তম্যাদিকল্পারম্ভ,নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমী বিহিত পূজা। মহাষ্টমী, ১৩ অক্টোবর, বুধবার সকাল ৮.২৮ মিনিট মধ্যে মহাষ্টম্যাদিকল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত, মহাষ্টমীর ব্রতোপবাস সন্ধিপূজা আরম্ভ রাত্রি ১১.২৩ মিনিট, বলিদান রাত্রি ১১.৪৭ মিনিট, সমাপন রাত্রি ১২.১১ মিনিট। মহানবমী, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ৯.২৬ মধ্যে মহানবম্যাদিকল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা, দেবীর নবরাত্রি ব্রত সমাপন হবে।